November 23, 2024
জুলাই-আগস্ট আন্দোলনের প্রতিটি শহীদ পরিবার পাবে ৩০ লাখ টাকা, প্রয়োজনে আরও দেওয়া হবে

জুলাই-আগস্ট আন্দোলনের প্রতিটি শহীদ পরিবার পাবে ৩০ লাখ টাকা, প্রয়োজনে আরও দেওয়া হবে

জুলাই-আগস্ট আন্দোলনের প্রতিটি শহীদ পরিবার পাবে ৩০ লাখ টাকা, প্রয়োজনে আরও দেওয়া হবে

জুলাই-আগস্ট আন্দোলনের প্রতিটি শহীদ পরিবার পাবে ৩০ লাখ টাকা, প্রয়োজনে আরও দেওয়া হবে

জীবনের বিনিময়ে এবং জীবনকে বাজি রেখে যারা স্বৈরাচারী,দুরাচার, বর্বর  আর অসভ্য এক জাতিকে তাড়িয়েছে। তাদেরকে বর্তমান বাংলাদেশ সহকারে আজন্ম বাংলাদেশের মানুষ, আসমান জমিন এবং প্রকৃতি সবাই স্মরণ করবে আর এর শুরুটা   হচ্ছে আর্থিক সহযোগিতার মাধ্যমে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, পুনর্বাসনের জন্য বৈষম্য বিরোধী আন্দোলনে প্রতিটি শহীদ পরিবারকে ৩০ লাখ টাকা করে দেওয়া হবে। জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে এই টাকা দেওয়া হবে। পরবর্তীতে আরো প্রয়োজন হলে তা যাচাই করে প্রদান করা হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে মাহফুজ আলম এসব কথা বলেন।

তিনি বলেন, শুধু যারা শহীদ হয়েছেন তাদেরই পুনর্বাসন করা হচ্ছে না, যারা আহত হয়েছেন তাদের পরিবারকেও পুনর্বাসন করা হচ্ছে। আহতদের পুনর্বাসনের জন্য আগামী সপ্তাহে দৃশ্যমান উদ্যোগ নেওয়া হবে।

এ প্রসঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, আহত ব্যক্তির উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হলে তা করা হবে। ইতিমধ্যে সাতজনের তালিকা তৈরি করা হয়েছে। আরও প্রয়োজন হলে আমরা তা করব।

তিনি আরও বলেন, আহতদের চিকিৎসায় কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। বাংলাদেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করা হবে বলে জানানো হয়েছে। তবে যারা টাকা নিয়েছেন তাদের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

ব্রিফিংয়ে মাহফুজ বলেন, প্রত্যেক শহীদের পরিবারকে ৩০ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে সহায়তার জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়।সাত সদস্য বিশিষ্ট এ ফাউন্ডেশনের প্রধান হলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সাধারণ সম্পাদক হলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ।

এই ফাউন্ডেশনে সরকারের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা দান করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাউন্ডেশন প্রতিটি শহীদের পরিবারকে নগদ ৫ লাখ টাকা করে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ফাউন্ডেশনের কাজ সম্পর্কে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন,‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নিয়ে সাতটি উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে একটি উদ্যোগ হচ্ছে, যারা অর্থ সংকটে ভুগছেন তাদের জরুরি আর্থিক সহায়তা, এককালীন একটি ভাতা ও মাসিক ভাতা দেয়া।এছাড়া ফাউন্ডেশনে যেকেউ সহায়তা পাঠাতে পারবেন।

আরো জানতে

 

Leave a Reply

Your email address will not be published.

X