November 6, 2024
এক দফা দাবিতে একদিন এগিয়ে সোমবারই ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি

এক দফা দাবিতে একদিন এগিয়ে সোমবারই ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি

এক দফা দাবিতে একদিন এগিয়ে সোমবারই ‘মার্চ টু ঢাকা’কর্মসূচি

এক দফা দাবিতেএকদিন এগিয়ে সোমবারই ‘মার্চ টু ঢাকা’  কর্মসূচি

ঢাকা অভিমুখে শিক্ষার্থীদের মার্চ টু ঢাকা’ পদযাত্রার ডাক দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ৬ আগস্টের পরিবর্তে সোমবার (৫ আগস্ট) এগিয়ে আনা হয়েছে।

রোববার বিকেল ৫টার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সাংবাদিকদের সমন্বয়ে গঠিত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সমন্বয়কদের একজন আসিফ মাহমুদ এ ঘোষণা দেন।

ঘোষণায় আসিফ মাহমুদ বলেন, পরিস্থিতি পর্যালোচনার জরুরি সিদ্ধান্তে আমাদের ‘মার্চ টু ঢাকা’ সূচি পরিবর্তন করে ৬ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত করা হয়েছে। অন্য কথায়, আগামীকাল (সোমবার) আমি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি। সারাদেশ থেকে ঢাকা আসার জন্য।

আসিফ লিখেছেন, ‘আজকে অর্ধশতাধিক ছাত্র নিহত হয়েছে। চূড়ান্ত জবাবের  সময় এসেছে। বিশেষ করে আশেপাশের জেলা থেকে সবাই সর্বোচ্চ উপস্থিতি নিয়ে ঢাকায় আসবেন এবং যারা পারবেন আজই ঢাকার উদ্দেশে রওনা হয়ে যান। ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র জনতা রাজপথগুলোতে অবস্থান নিন।’

আসিফের মতে,‘চূড়ান্ত লড়াই, এই ছাত্র-নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে। ইতিহাসের অংশ হতে ঢাকায় আসুন সকলে। যে যেভাবে পারেন কালকের মধ্যে ঢাকায় চলে আসুন। ছাত্র-জনতা এক নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটাব।’

আগের প্রজ্ঞাপনে জানানো হয়েছিল, সরকারের পদত্যাগের দাবিতে চলমান অসহযোগ আন্দোলন সফল করতে সোমবার সারাদেশে শহীদদের স্মরণে স্মৃতিফলক উন্মোচন করা হবে। সকাল ১১টায় শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকাল ৫টায় শাহবাগে নারী সমাবেশ হবে। এছাড়া সারাদেশে শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবে।

এ কর্মসূচি অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারাদেশের শিক্ষার্থী, নাগরিক, শ্রমিক ও সকল পেশাজীবীদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছে বলেও জানানো হয়। একই দিন দুপুর ২টায় শাহবাগে গণসমাবেশ করবেন তারা।

এছাড়া পাড়া-মহল্লা, গ্রাম, উপজেলা ও জেলায় ছাত্র নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠনের আহ্বান জানান তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ইন্টারনেট বন্ধ ও চলমান কর্মসূচিতে দমন-পীড়ন করলেও নতুন কমিটি গঠন করে সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন

 

Leave a Reply

Your email address will not be published.

X