January 17, 2025
কামিংস এর হেট্রিকের দিনে বৃষ্টি আইনে দুর্দান্ত অস্ট্রেলিয়ার কাছে হারলো বাংলাদেশ

কামিংস এর হেট্রিকের দিনে বৃষ্টি আইনে দুর্দান্ত অস্ট্রেলিয়ার কাছে হারলো বাংলাদেশ

কামিংস এর হেট্রিকের দিনে বৃষ্টি আইনে দুর্দান্ত অস্ট্রেলিয়ার কাছে হারলো বাংলাদেশ

কামিংস এর হেট্রিকের দিনে বৃষ্টি আইনে দুর্দান্ত অস্ট্রেলিয়ার কাছে হারলো বাংলাদেশ

টি-20 বিশ্বকাপের আসরে এখন পর্যন্ত ৭ জন ক্রিকেটারের হ্যাটট্রিক করার রেকর্ড আছে। এই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে এই কীর্তি গড়েন তিনি।

আজ শুক্রবার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টানা তিন বলে মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী ও তাওহিদ হৃদয়ের উইকেট নেন কামিন্স। ১৮তম ওভারের শেষ দুই বলে ও ২০তম ওভারের প্রথম বলে উইকেট নেন তিনি।

এরই মধ্য দিয়েবাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে সুপার এইট পর্ব শুরু করেছে অস্ট্রেলিয়া। ৫১ ডট বলের ইনিংসে বাংলাদেশ ৮ উইকেট হারালো ১৪০ রানে। অস্ট্রেলিয়ার দুই ওপেনারের কাছে এই রান কিছুই মনে হয়নি। ওয়ার্নার-হেডের উদ্বোধনী জুটির প্রভাবে অস্ট্রেলিয়া প্রথম ৬ ওভারে ৫৯ রান করে। এরপর বৃষ্টিতে ব্যাহত হয় ম্যাচ। যে কারণে শেষ পর্যন্ত নির্ধারিত ওভার পর্যন্ত যেতে পারেনি। তবে বৃষ্টির বাধা সত্ত্বেও ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া।

শুক্রবার (২১ জুন) অ্যান্টিগায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ১৪০ রান করে। বৃষ্টিতে রান থামার আগে ১১ওভারে দুই বলে ২ উইকেট হারিয়ে ঠিক ১০০ রান করে আজিরা।

টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় বলেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। মিচেল স্টার্কের ফুল লেন্থ বল ডিফেন্ড করতে যান তানজিদ হাসান তামিম। কিন্তু বল লেগে যায় তার ব্যাটের স্টাম্পে। ৯ বলে শূন্য রানে ফেরেন তানজিদ।তার বিদায়ের ওভারেই একটি চার হাঁকান শান্ত।

নিজের দ্বিতীয় ওভার করতে এসে হ্যাজেলউড প্রথম বলেই ছক্কা মারেন। পরের ওভারে স্টার্ককে দুই বাউন্ডারি হাঁকান লিটন দাস। পাওয়ার প্লের শেষ ওভার করতে এসে সবমিলিয়ে ১২ রান হজম করেন প্যাট কামিন্স। ছয় ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩৯ রান। লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর জুটি প্রথম উইকেট হারানোর চাপ সামলাতে পেরেছে। কিন্তু এই স্বস্তি বেশিক্ষণ  স্থায়ী হয়নি বাংলাদেশের।

অ্যাডাম জাম্পার সুইপ করার সময় লিটন মিস করেন। বলটি পেছনের পায়ে লেগে স্টাম্পে আঘাত করে। ২৫ বলে ১৬ রান করে আউট হন লিটন। শান্তর সঙ্গে তার ৪৮ বলে ৫৮ রানের জুটি ভেঙে যায়। এরপর রিশাদ হোসেনকে ব্যাটিং প্রমোশন দিয়ে পাঠানো হয়। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের কাছ থেকে বল তোলার সময় ব্যাটের সামনে লেগে জাম্পার হাতে ধরা পড়েন তিনি। এরপর শান্তও ড্রেসিংরুমে ফিরে আসেন। জাম্পার হিসেবে এলবিডব্লিউ হয়ে যান তিনি। এর আগে শান্ত ৩৬ বলে ৫ চার ও এক ছক্কায় ৪১ রান করেন। হৃদয়ের সঙ্গী হলেন সাকিব আল হাসান। ১০ বলে ৮ রান করে স্টয়নিসের বলে তার হাতে ক্যাচ দেন তিনি।

সাকিব আউট হওয়ার এক বল পর স্ট্রাইক পান হৃদয়।  মার্কোস স্টয়নিসকে পরপর দুই ছক্কা মারেন তিনি। কিন্তু পরের ওভারের শেষ দুই বলে দুই উইকেট তুলে নেন প্যাট কামিন্স। প্রথমে বাউন্সার টানতে গিয়ে স্টাম্পে চলে যান ৩ বলে ৪ রান করা মাহমুদউল্লাহ। পরের বলে আপার কাট করতে গিয়ে তৃতীয় ব্যক্তিকে ক্যাচ দেন মাহেদী হাসান।

কামিন্স তার পরের ওভারেই হ্যাটট্রিক পূর্ণ করেন। দুটি চার ও সমান ছক্কায় ২৮ বলে ৪০ রান করে স্কুপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দেন হৃদয়।  কামিন্স একমাত্র দ্বিতীয় বোলার যিনি বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন। বাকি চার বলে সাত রান নেন তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ।

রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার সামনে প্রথম ওভারেই ৫ রান দেন মাহেদী হাসান। দ্বিতীয় ওভারের প্রথম বলেই সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু তানজিমের বল পয়েন্টে দাঁড়াতে পারেননি তাওহীদ হৃদয়। এরপর ঝড় শুরু হয় দুই অস্ট্রেলিয়ান ওপেনারকে নিয়ে।

চতুর্থ ওভারে তাসকিন ১৫ রান এবং পরের ওভারে মুস্তাফিজ ১৪ রান দেন। পাওয়ার প্লের শেষ ওভারে ১০ রান দেন তানজিম। ছয় ওভারে তারা ৫৯ রান করে। এরপর দুই বল থেকে নেমে আসে বৃষ্টি। বৃষ্টি বিরতিতে বাংলাদেশকে কিছুটা স্বস্তি এনে দেন রিশাদ হোসেন। তার কাছে বোল্ড হয়ে ড্রেসিংরুমে ফিরে আসেন ট্র্যাভিস হেড। এর আগে তিনি ২১বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৩২ রান করেন। পরের ওভারেই উইকেট পান রিশাদ।

এবার মিচেল মার্শের বলে এলবিডব্লিউ ক্যাচ হন। কিন্তু এরপরও থামেনি অজিদের ঝড়। ইতিমধ্যেই উইকেটে থাকা ওয়ার্নারের সঙ্গে যোগ দেন ম্যাক্সওয়েল। ১২ তম ওভারে বৃষ্টি আসার আগে দুজন ১৪ বলে ৩০ রান করেন। ওয়ার্নার ৩৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৩ রান করেন এবং ম্যাক্সওয়েল ৬ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন।১১ ওভার ২ বলের সময় বৃষ্টিতে খেলা বন্ধ হয়, এরপর আর শুরু না হলে বৃষ্টি আইনে জয় পায় অস্ট্রেলিয়া।

আরও পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফর্ম্যাট-২০২৪: থাকছে ক্রিকেট প্রেমীদের জন্য জানার অনেক কিছু

Leave a Reply

Your email address will not be published.

X