January 18, 2025
মরদেহ নিয়ে বিক্ষোভ, ত্রিশালে নিরাপদ সড়কের দাবিতে অবরোধ করে মহাসড়কেই যুবকের জানাজা

মরদেহ নিয়ে বিক্ষোভ, ত্রিশালে নিরাপদ সড়কের দাবিতে অবরোধ করে মহাসড়কেই যুবকের জানাজা

মরদেহ নিয়ে বিক্ষোভ, ত্রিশালে নিরাপদ সড়কের দাবিতে অবরোধ করে মহাসড়কেই যুবকের জানাজা  

মরদেহ নিয়ে বিক্ষোভ, ত্রিশালে নিরাপদ সড়কের দাবিতে অবরোধ করে মহাসড়কেই যুবকের জানাজা  

বিক্ষুব্ধ জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে নিরাপদ সড়কের প্রার্থনা করে। এ সময় আন্দোলনকারীরা প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।সোমবার (১০ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, মহাসড়কের কার্পেটিংয়ে অতিরিক্ত পিচের কারণে গতি নিয়ন্ত্রণ ঠিকমতো হয়নি। গত ১ জুন রাতে উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের নামাপাড়া গ্রামের শাহাব উদ্দিনের ছেলে তোফায়েল আকন্দ মহাসড়কের সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকায় গাড়ি থেকে নামলে পেছন থেকে গাড়ি আসা অপর একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। । আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে (৯ জুন) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। গত কয়েকদিনে একই বাসস্ট্যান্ডে একাধিক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। রোববার রাতে সড়ক দুর্ঘটনায় নিহত তোফায়েল আহমেদের নামাজে জানাজা সোমবার সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়।

সোমবার সকালে মহাসড়কের সাইনবোর্ড এলাকায় ইমাম পরিবহন ও পণ্যবাহী একটি পিকআপ ভ্যানের মধ্যে আরেকটি সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনার জেরে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত মহাসড়ক বন্ধ করে রাখে স্থানীয়রা। নিরাপদ সড়কের দাবিতে মহাসড়ক অবরোধে পূর্ব নির্ধারিত জানাজার নামাজে আসা মুসল্লি ও স্থানীয় বিক্ষুব্ধ জনতাও অংশ নেন। এ সময় তারা মহাসড়কের দুই পাশে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে।

খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়কের কার্পেটিংয়ে পিচ ডালাই সমস্যা সমাধান ও স্পিড ব্রেকার দেওয়ার আশ্বাস দেয়। দুই ঘণ্টার বেশি সময় মহাসড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ যাত্রীদের।

স্থানীয় আরিফুল হক এরশাদ বলেন, মহাসড়ক থেকে অপরিকল্পিত এই পিচ ঢালাই অপসারণ করা না হলে লাগাতার মহাসড়ক অবরোধ কর্মসূচি দেওয়া হবে। গত চার মাস ধরে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। অপরিকল্পিত অতিরিক্ত পিচ ঢালাইয়ের কারণে বাস-ট্রাক নিয়ন্ত্রণে রাখতে পারে না এবং তাপমাত্রা বেড়ে গেলে এবং বৃষ্টি হলে জায়গাটির পিচ পিচ্ছিল হয়ে পড়ে, ফলে পথচারীসহ যানবাহনের দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মহাসড়কের সাইনবোর্ড এলাকায় স্পিড ব্রেকার বসানোর জন্য সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি এটা করবেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published.

X