November 25, 2024
ব্যাংকে টাকা রাখতে আস্থা হারাচ্ছেন গ্রাহকরা

ব্যাংকে টাকা রাখতে আস্থা হারাচ্ছেন গ্রাহকরা

ব্যাংকে টাকা রাখতে আস্থা হারাচ্ছেন গ্রাহকরা

ব্যাংকে টাকা রাখতে আস্থা হারাচ্ছেন গ্রাহকরা

নানা কারণে মানুষের নগদ অর্থ ব্যবহারের প্রবণতা প্রতিনিয়ত বাড়ছে। ব্যাংকে ক্রমেই টাকা কমছে। এমন পরিস্থিতির পর বাংলাদেশ ব্যাংক নিজেই ব্যাংকের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ইতিমধ্যেই বাণিজ্যিক ব্যাংকগুলোকে টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রশ্ন হল এই পরিস্থিতির কারণ কী? অনলাইন এবং ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, ডেবিট এবং ক্রেডিট কার্ডের এই যুগে মানুষকে খুব বেশি নগদ বহন করার দরকার নেই। এখন ব্যাংকে আগের চেয়ে বেশি টাকা রাখার কথা মানুষের। কিন্তু ঘটছে উল্টোটা। তাহলে কি  ক্যাশলেস সোসাইটি তৈরির ধারণা কীভাবে বাস্তবায়িত হবে?

বিশ্লেষকরা বলছেন, আস্থার অভাবই ব্যাংকে আমানত কমানোর প্রধান কারণ। এই অবিশ্বাসের অনেক কারণ আছে। কিন্তু এসব কারণ অবিশ্বাসের সংকট তৈরি করে। ফলে ব্যাংকে তারল্য সংকট তৈরি হয়। ফলে ব্যাংকগুলোও গ্রাহকদের ঋণ দিতে পারছে না। ব্যাংকের কাজ হলো আমানত গ্রহণ করা এবং ঋণ দেওয়া। এখানে স্থবিরতা একটি সংকট নির্দেশ করে। বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে তা মোকাবেলার চেষ্টা করেছে । প্রকৃতপক্ষে, সংকট শেষ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যার ফলে মুদ্রাস্ফীতি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার গত বুধবার বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি বাণিজ্যিক ব্যাংকগুলোকে ব্যাংকে টাকা ফেরত আনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। সাধারণভাবে, দেশের মোট অর্থের ১০-১২  শতাংশ নগদে থাকা উচিত। এই টাকা দিয়ে তারা দৈনন্দিন প্রয়োজন ও বিভিন্ন কেনাকাটা করেন। কিন্তু বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী এখন ১৬ শতাংশ নগদ মানুষের হাতে রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আগের সব রেকর্ড ভেঙে জুন শেষে মানুষের হাতে টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ১০ হাজার ১৫৬ কোটি টাকা। দুই লাখ ৫৫ হাজার থেকে দুই লাখ ৮০ হাজার কোটি টাকা মানুষের হাতে নগদ থাকে। কয়েকটি ব্যাংকের জালিয়াতির তথ্য সামনে আসার পরও গত ডিসেম্বরে সর্বোচ্চ ২ লাখ ৯৫ হাজার কোটি টাকা মানুষের হাতে ছিল।

আর ব্যাংকিং খাতে এখন অতিরিক্ত তারল্য রয়েছে ৩ হাজার ৯০৯ কোটি টাকা। এক বছর আগে অতিরিক্ত তারল্য ছিল ২ লাখ ৩ হাজার ৪৩৫ কোটি টাকা। বাড়তি তারল্য হল কেন্দ্রীয় ব্যাঙ্কে বাণিজ্যিক ব্যাঙ্কগুলির CRR এবং SLR জমা করার পরে অবশিষ্ট টাকা।

বিশ্লেষকরা বলছেন যে প্রায় ৪০০০ কোটি টাকার অতিরিক্ত তারল্য বেশ কম এবং ঝুঁকিপূর্ণ। কিছু ব্যাংকের অবস্থা আরও খারাপ। কেন্দ্রীয় ব্যাংক নিয়মিত নগদ জমা না করার জন্য চার শতাংশ জরিমানা আরোপ করে।

যমুনা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নুরুল আমিন বলেন, রাজনৈতিক চিন্তা মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে। কিছু লোক মনে করে না যে ব্যাংকে টাকা রাখা আর্থিকভাবে লাভজনক। ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্ক একটি আস্থার। তিনি চাইলে টাকা জমা দিতে পারেন, যেমন খুশি তুলতে পারেন। কাউন্টারে যদি জিজ্ঞেস করে কেন টাকা তুলছেন তাহলে সেটাই সমস্যা। নুরুল আমিন বলেন, ব্যাংকিং খাত যত কম নেতিবাচক খবর তৈরি করবে, মানুষ তত বেশি বিশ্বাস করবে। এখন ঋণ খেলাপি, মানি লন্ডারিংসহ নানা ধরনের খবর ব্যাংককে অবিশ্বাস করার প্রবণতা  সৃষ্টি করছে।তারল্য সংকট দূর করতে ব্যাংকগুলোকে ব্যবস্থা নিতে হবে। আমরা এটা নিতে খুঁজছি না।

অর্থনীতিবিদদের মতে, মানুষ যে কারণে ব্যাংকে টাকা রাখতে অনীহা প্রকাশ করে তার মধ্যে রয়েছে আমানতের সুদের হার কম  এবং বিভিন্ন ব্যাংক চার্জ। এই দুই কারণে মানুষ মনে করে ব্যাংকে টাকা রাখলে কমে যায়। ব্যাংকে টাকা না রাখার আরেকটি কারণ হলো মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতির কারণে মানুষের আগের চেয়ে বেশি নগদ প্রয়োজন। ফলে মানুষ আগের চেয়ে কম টাকা ব্যাংকে রাখছে। এছাড়াও আস্থার সংকট অন্যতম কারণ। ব্যাংকিং খাতে নানা ঘটনার কারণে আস্থার অভাব তৈরি হচ্ছে।

ইসলামী ব্যাংক থেকে  দেড় লাখ কোটি টাকার উঠিয়ে নেওয়া তার জ্বলন্ত উদাহরণ।  যে ব্যাংকে সবচেয়ে বেশি তারল্য ছিল এবং রেমিটেন্সও ছিল সবচেয়ে বেশি।  কিন্তু আজ মানুষ  ভয়ে  হতবিহবল হয়ে ইসলামী ব্যাংকসহ সকল ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিচ্ছে ।  হারিয়ে ফেলছে ব্যাংক থেকে মানুষের আস্থা ।এছাড়াও মজুদ কম থাকায় তারল্য বাড়ছে না।

আরও পড়ুন

বাংলাদেশ সরকারের ব্যাংক ঋণ বাড়ছেই বাড়ছে: ঋণে ৫০ বছরের রেকর্ড ভঙ্গ করেছে বর্তমান সরকার

অর্থনীতিবিদরা বলেন, এখান থেকে টাকা পাচার হচ্ছে। রাজনৈতিক কারণে ব্যাংকে টাকা না রাখার পরিস্থিতি এখনো হয়নি। তবে হয়তো আরো পরে। তিনি বলেন, ব্যাংকের কাজ হচ্ছে আমানত গ্রহণ ও ঋণ দেওয়া। আমানত কমে যাওয়ায় ব্যাংকগুলোর ঋণ দেওয়ার ক্ষমতা কমে যায়। বাংলাদেশ ব্যাংক নগদ টাকা ছাপাচ্ছে। মুদ্রা অতিরিক্ত মুদ্রণের সাময়িক পরি ত্রাণ সত্ত্বেও, পরিস্থিতি আরও খারাপ হয়েছে। মূল্যস্ফীতি বাড়ছেই । অর্থনৈতিক সামর্থ্যের বাইরে টাকা ছাপানো অর্থনীতির ক্ষতি করে।

Leave a Reply

Your email address will not be published.

X