January 22, 2025
মাদ্রাসার ২৪ জন শিক্ষক-শিক্ষার্থী পুইশাক খেয়ে হাসপাতালে

মাদ্রাসার ২৪ জন শিক্ষক-শিক্ষার্থী পুইশাক খেয়ে হাসপাতালে

মাদ্রাসার ২৪ জন শিক্ষক-শিক্ষার্থী পুইশাক খেয়ে হাসপাতালে 

মাদ্রাসার ২৪ জন শিক্ষক-শিক্ষার্থী পুইশাক খেয়ে হাসপাতালে 

শেরপুরের নালিতাবাড়ীর মাদ্রাসার ২১ শিক্ষার্থী ও তিন শিক্ষককে খাদ্যে বিষক্রিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা নগরীর তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী।

জানা গেছে, মাদ্রাসায় ৬০ জন শিক্ষার্থী ও তিনজন শিক্ষক রয়েছেন। বুধবার সন্ধ্যায় শিক্ষক-শিক্ষার্থীদের জন্য মাছ ও সবজি রান্না করেন এক রাঁধুনি। রাত সাড়ে নয়টায় শিক্ষক-শিক্ষার্থীরা ওই খাবার খান।

ওই দিন রাত সাড়ে ১২টার দিকে অসুস্থ হয়ে পড়েন সহকারী শিক্ষক আবদুল জলিল। তার পেটে ব্যথা, ডায়রিয়া ও বমি হচ্ছে। এরপর রাত ৩টার দিকে কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে মাদ্রাসার মোহতামিম ( অধ্যক্ষ)  হামিদুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এসে ওষুধ নেন। অবস্থার উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকেসহ ২৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শিক্ষার্থী রিফাত আহমেদ বলেন, রাতে আমরা সবজি ও মাছ দিয়ে ভাত খেয়ে ঘুমাতে যাই। মাঝরাতে আমাদের অনেকেরই পেটে ব্যথা, ডায়রিয়া এবং বমি হয়।

হামিদুর রহমান বলেন, তারা প্রতি সপ্তাহে এ ধরনের খাবার খান। এই প্রথম এমনটি ঘটলো ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের জানান, খাদ্যে বিষক্রিয়ায় ২১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনজনের অবস্থার অবনতি হলে তাদের সদর হাসপাতালে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published.

X