November 22, 2024
অ্যাম্বুলেন্সে আগুন, মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের মৃত্যু

অ্যাম্বুলেন্সে আগুন, মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের মৃত্যু

অ্যাম্বুলেন্সে আগুন, মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের মৃত্যু

অ্যাম্বুলেন্সে আগুন, মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের মৃত্যু

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের (এক্সপ্রেসওয়ে) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে মা ও শিশুসহ একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আলফাডাঙ্গার আজিজার শেখের স্ত্রী তাসলিমা বেগম (৫০), তার মেয়ে কমলা (৩০) ও বিউটি (২৬) আরিফ (১২), আফসা (১), হাসিব (১০) ও মেহেদী (১০) নিহত কমলার সন্তান।

অসুস্থ তসলিমা বেগমকে নিয়ে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে ফরিদপুরে বাড়ি ফিরছিলেন সবাই। শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী এ তথ্য জানিয়েছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র নিশ্চিত করেছে যে গতকাল সকাল ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে ভাঙ্গার মালিগ্রাম এলাকায় মহাসড়কের রেলিংয়ে ধাক্কা লেগে আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়লে ভেতর থেকে কেউ বের হতে পারেনি। তবে অ্যাম্বুলেন্সের চালকের পাশের দরজা ভেঙে গেলে আশঙ্কাজনক অবস্থায় চালককে বের করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

এদিকে ঈদের আগে দুর্ঘটনায় দক্ষিণাঞ্চলের ব্যস্ততম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। হাইওয়ে পুলিশ সংযোগ সড়ক দিয়ে কিছু যানবাহন চলাচলের ব্যবস্থা করে।দুপুর দেড়টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।ফায়ার সার্ভিস ভাঙ্গা স্টেশনের ইনচার্জ আবু জাফর বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। এ সময় গাড়িটিতে আগুন লেগে যায়। ভেতরে নারী ও শিশুসহ ৭ জন মারা যান। তিনি আরও বলেন, গাড়ির সামনের অংশে আগুন লেগে যায়।

হাইওয়ে পুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার মাহবুব আলম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায়।চালকের পাশের জানালাটি খোলা ছিল। এ ছাড়া সব জানালা আটকানো ছিল। চালক রক্তাক্ত অবস্থায় বের হয়ে এলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। অন্যরা কেউ আর বের হতে পারেনি।’

Leave a Reply

Your email address will not be published.

X