November 21, 2024
এক মুহূর্তও আর বাংলাদেশে থাকতে চাই না

এক মুহূর্তও আর বাংলাদেশে থাকতে চাই না

এক মুহূর্তও আর বাংলাদেশে থাকতে চাই না

এক মুহূর্তও আর বাংলাদেশে থাকতে চাই না

মিয়ানমারের নাগরিকত্ব নিয়ে তাদের গ্রামে নিরাপদে প্রত্যাবর্তনের দাবিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়ায় সমাবেশ করেছে। মঙ্গলবার বিকেলে বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্প ১নং র‌্যালি অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন দাবি ও স্লোগান দিয়ে হাজার হাজার রোহিঙ্গা অংশ নেয়। শিশুদের পরনে ছিল মিয়ানমারের স্কুল ড্রেস।

সমাবেশে রোহিঙ্গা নেতারা বলেন, আমরা খুশিতে নয়, গণহত্যার শিকার হয়ে জীবন বাঁচাতে বাংলাদেশে এসেছি। আমরা এখানে এক মুহূর্ত থাকতে চাই না। আমরা এমন জীবন চাই না। আমরা আমার দেশ মিয়ানমারে ফিরে যেতে চাই। আমরা বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছি যাতে মিয়ানমার আমাদের দাবি পূরণে বাধ্য হয়।

আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) নেতা

মাস্টার কামাল বলেন, ‘আমরা আমাদের অধিকার নিয়ে দেশে ফিরতে চাই। এমন আশ্রয়হীন জীবন আমরা আর চাই না। আমি আমার দেশে গিয়ে বাকি জীবন কাটাতে চাই। কারণ আমরা বাংলাদেশের না, মিয়ানমারের নাগরিক। আমাদের নাগরিকত্ব, স্বীকৃতি ও গ্রামের জমি ফেরত দিলেই আমরা ফিরব।

তিনি বলেন, শরণার্থী দিবস আসে, যায় কিন্তু রোহিঙ্গাদের ভাগ্যের পরিবর্তন হয় না।  আজই হোক শেষ শরণার্থী দিবস। রোহিঙ্গা নেতা মোহাম্মদ রফিক বলেন, “পৃথিবীর সব দেশের মানুষ নিজ দেশে স্বাধীনভাবে বসবাস করতে চায়। আমরা রোহিঙ্গারা, আমাদেরও জমি আছে, যেখানে আমাদের পূর্বপুরুষদের কবর দেওয়া হয়েছে- আমরা সেখানে থাকতে চাই। আমরা এভাবে বাঁচতে চাই না। বিশ্ব সম্প্রদায়ের উদ্যোগ নেওয়া উচিত, আমরা আমাদের দেশে ফিরতে চাই, এটাই আমাদের একমাত্র দাবি।

এই ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ সশস্ত্র পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশিদ বলেন, আমার ক্যাম্পে বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে দুই স্থানে রোহিঙ্গারা জড়ো হয়েছে। সেখানে রোহিঙ্গারা অংশ নেয়।কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।তাদের সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়।সেখানে তারা তাদের নিজ দেশ মায়ানমারে ফিরে যাওয়ার দাবি জানায়।

Leave a Reply

Your email address will not be published.

X