January 22, 2025
পদ্মায় ৪৮টি গরু নিয়ে ট্রলার ডুবি

পদ্মায় ৪৮টি গরু নিয়ে ট্রলার ডুবি

পদ্মায় ৪৮টি গরু নিয়ে ট্রলার ডুবি

পদ্মায় ৪৮টি গরু নিয়ে ট্রলার ডুবি

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ৪৮টি গরু বোঝাই একটি ইঞ্জিনচালিত ট্রলার ডুবে গেছে। এর মধ্যে ১৫টি গরু জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিগুলো  উদ্ধারে অভিযান চলছে।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সুধাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা থেকে ৪৮টি গরু নিয়ে ট্রলারটি নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়। কোরবানির পশু হাটে বিক্রি করতে যমুনা ও পদ্মা নদী হয়ে নারায়ণগঞ্জে যাচ্ছিলেন ১৫ ব্যবসায়ী। পথিমধ্যে সকাল ১১টার দিকে হরিরামপুর উপজেলার সুধাকান্দি এলাকায় পদ্মা নদীতে গরুবাহী ট্রলারটি ডুবে যায়। গরু ব্যবসায়ীরা সাঁতরে তীরে আসলেও অধিকাংশ গরু নদীতে ডুবে মারা যায়।

পুলিশ জানায়, গরু বোঝাই ট্রলারটি হরিরামপুরের সুধাকান্দি এলাকায় পদ্মা নদীতে পৌঁছালে মেঝে ভেঙে নদীতে ডুবে যায়। খবর পেয়ে হরিরামপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ও আরিচরের ডুবুরি দলের সদস্যরা গরুগুলো  উদ্ধারে কাজ করছেন। ৪৮টি গরুর মধ্যে এ পর্যন্ত ১৫টি গরু জীবিত উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

X