November 24, 2024
এক সন্তানকে বাঁচাতে গিয়ে ২ সন্তানসহ নদীর স্রোতে ভেসে গেলেন মা

এক সন্তানকে বাঁচাতে গিয়ে ২ সন্তানসহ নদীর স্রোতে ভেসে গেলেন মা

এক সন্তানকে বাঁচাতে গিয়ে ২ সন্তানসহ নদীর স্রোতে ভেসে গেলেন মা

এক সন্তানকে বাঁচাতে গিয়ে সন্তানসহ নদীর স্রোতে ভেসে গেলেন মা

একেই বলে মায়ের ভালোবাসা, এক সন্তানকে বাঁচাতে গিয়ে আরেক সন্তানসহ স্রোতে ভেসে গেলেন মা।

সুনামগঞ্জের শাল্লায় এক শিশুকে বাঁচাতে গিয়ে তৈন নদীতে স্রোতে ভেসে গেছেন দুই শিশুসহ মা। নিখোঁজ দুই শিশু ও তাদের মাকে উদ্ধারে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা অভিযান চালাচ্ছেন।

সোমবার (১৯ জুন) রাত ৮টার দিকে শাল্লা সরকারি কলেজ সংলগ্ন ব্রিজ পার হওয়ার সময় আকস্মিক স্রোত এসে তাদের ভাসিয়ে নিয়ে যায়।

নিখোঁজরা হলেন উপজেলার বিলপুর গ্রামের রথীন্দ্র দাসের স্ত্রী দুর্লভ রানী দাস (৩০), তার মেয়ে জবা রানী দাস (৭) ও ছেলে বিজয় দাস (৫) ।

তাদের পরিচয় নিশ্চিত করে সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য সুধীর চন্দ্র দাস জানান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় এক মা তার দুই শিশু সন্তানকে নিয়ে নিচ থেকে শাল্লা ব্রিজে উঠার সময় হঠাৎ ওই স্থানটিতে কিছুটা স্রোত থাকায় তার এক সন্তান স্রোতে ভেসে যায়। সন্তানকে বাঁচাতে গিয়ে আরেক সন্তানসহ মাও নদীতে ভেসে যায়। খবর পেয়ে ছুটে আসেন প্রশাসনের লোকজন। তাদের উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তালেব জানান, স্রোতের কবলে পড়ে দুই সন্তানসহ এক মা মারা গেছেন। তাদের উদ্ধারে কাজ করছে পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজন।

Leave a Reply

Your email address will not be published.

X