মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের মেয়ের জামাইও ভিআইপি
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি’র মেয়ের জামাতাকে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এতে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এ চিঠি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অনেকেই বিস্ময় প্রকাশ করে বলেন- এ কেমন ক্ষমতার অপব্যবহার!
হজরত শাহজালাল (রহ.) বিমানবন্দর সূত্র জানায়, মন্ত্রী বা যেকোনো ভিআইপিসহ তাদের পরিবার, অর্থাৎ স্ত্রী, ছেলে-মেয়েরা এ সুবিধা পান। জামাই এই সুযোগের যোগ্য নয়। সূত্রের খবর, সম্প্রতি এক মন্ত্রীর জামাই এই সুযোগ নিতে চেয়েছিলেন। কিন্তু তিনি তা পাননি।
অমিতাভ চক্রবর্তী স্বাক্ষরিত চিঠিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) ড. মোজাম্মেল হকের জামাতা, এমপির মেয়ে মোহাম্মদ মাহফুজুর রহমান এমিরেটস এয়ারলাইন্সে (ফ্লাইট নম্বর EK-৫৮৬)৯জুন ২০২৩ দুবাই থেকে বিকাল ৫:২০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
উল্লিখিত পরিস্থিতিতে,উপরোক্ত ব্যক্তিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের অনুমতিসহ বিমানবন্দরের কাস্টমস ব্যাগেজ, ইমিগ্রেশন এবং অন্যান্য আনুষ্ঠানিকতার জন্য প্রটোকল অফিসার মশিউর রহমানকে বোর্ডিং ব্রিজ পাস প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
1 Comment