February 16, 2025
কুমিল্লার বরুড়ায় কাফনের কাপড় পাঠিয়ে হুমকি, জনমনে চলছে আতঙ্ক

কুমিল্লার বরুড়ায় কাফনের কাপড় পাঠিয়ে হুমকি, জনমনে চলছে আতঙ্ক

কুমিল্লার বরুড়ায় কাফনের কাপড় পাঠিয়ে হুমকি, জনমনে চলছে আতঙ্ক

কুমিল্লার বরুড়ায় কাফনের কাপড় পাঠিয়ে হুমকি, জনমনে চলছে আতঙ্ক

কুমিল্লার বরুড়ায় ওই দুই যুবকের বাড়ির সামনে থেকে কাফনের কাপড়, গোলাপজল, ধূপ, দাফনের অন্যান্য সামগ্রী ও একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা- ‘যে কোনো সময় আসমানী ফয়সালা।’

ঘটনাটি ঘটেছে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে।

ওই ইউনিয়নের নলুয়া চাঁদপুর গ্রামের দুই যুবকের বাড়ির সামনের গেট থেকে এসব উদ্ধার করা হয়।

এ ঘটনার পর থেকে পুরো গ্রামের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।

নলুয়া চাঁদপুর গ্রামের প্রবাসী তাজুল ইসলামের ছেলে মনির হোসেন জানান, ঈদের দিন বাবা-মাসহ পরিবারের সবাই ভাত খেয়ে ঘুমিয়ে পড়ি।

সকালে মা ফজরের নামাজ পড়তে উঠে দরজায় গেলেন। সেখানে সাদা কাপড় ও দাফন সামগ্রী দেখে তিনি কেঁদে ফেলেন এবং অজ্ঞান হয়ে পড়েন। একটি নোটও রয়েছে। নোটপ্যাডে একটি কলমের আকারে কিছু অঙ্কন রয়েছে। থানায় গেলাম। থানায় অভিযোগ করার পর পুলিশ এসে তল্লাশি করে। আমি আমার পরিবার নিয়ে খুব চিন্তিত।

ওই গ্রামের আরেক বাসিন্দা সোহেল আমিন বলেন, আমাদের গ্রামে এমন ঘটনা এই প্রথম। ঘটনার কয়েকদিন পরও আতঙ্কে রয়েছে গ্রামের মানুষ। একই রাতে মনির ছাড়াও ওই গ্রামের আরেক যুবকের বাড়িতেও এসব জিনিসপত্র রাখা হয়। তার নাম বাবুল মিয়া। ঘটনার পর থেকে মনির ও বাবুলের পরিবার চরম আতঙ্কে রয়েছে। আতঙ্কে রয়েছেন গ্রামের মানুষও।

শনিবার রাতে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, এ ব্যাপারে থানায় একাধিক অভিযোগ এসেছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে নিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published.

X