বৃষ্টির সঙ্গে আকাশ থেকে পড়ল ৫ কেজি ওজনের শিলা
রাজবাড়ীতে শনিবার দুপুরে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি হয়েছে। ওই বৃষ্টিতে জেলার পাংশা উপজেলার চান্দুর মোড় এলাকায় আকাশ থেকে ৫ কেজি ওজনের একটি পাথর পড়ে।
তবে ৫ কেজি আকারে শিলাটি আকাশ থেকে পড়েছে নাকি ছোট ছোট শিলাখণ্ডের জমে জমে একত্রিত হওয়ার ফল, তা এখনো সেভাবে গবেষণা করা হয়নি।
স্থানীয়রা ওই শিলাটি উদ্ধার করে। পরে এ চাঞ্চল্যকর ঘটনা এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে দূর-দূরান্ত থেকে মানুষ পাথরটি দেখতে ভিড় জমায়।
এদিকে, জেলা শহরের বিনোদপুর এলাকায় বজ্রপাতে একটি তাল গাছেও আগুন লেগেছে। যদিও বৃষ্টির কারণে গরমের তীব্রতা কমেছে। জনমনে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা পান্নু মিয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, অতীতে তারা জীবনে এমন শিলার কথা শোনেননি এবং দেখেননি।