November 24, 2024
বিয়ের ট্রলার ডুবি: বর ও তার মা সহ ৪ নিখোঁজের মৃতদেহ উদ্ধার

বিয়ের ট্রলার ডুবি: বর ও তার মা সহ ৪ নিখোঁজের মৃতদেহ উদ্ধার

বিয়ের ট্রলার ডুবি: বর ও তার মা সহ ৪ নিখোঁজের মৃতদেহ উদ্ধার

বিয়ের ট্রলার ডুবি: বর ও তার মা সহ ৪ নিখোঁজের মৃতদেহ উদ্ধার

পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া নদীর মোহনায় ঝড়ে একটি বিয়ের ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় নিখোঁজ বর রাব্বি হাওলাদার (২০) ও তার মা সেলিনা আক্তারের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার গলাচিপা উপজেলার বদনাতলী লঞ্চঘাটের কাছে নদীতে তাদের মরদেহ ভাসতে দেখা যায়। এ ঘটনায় দুই শিশু খাদিজা (৫) ও মনসুরা (৮) এখনো নিখোঁজ রয়েছে। এর আগে এ ঘটনার পরপরই বরের শাশুড়ি লিপি বেগমের লাশ উদ্ধার করা হয়।

উদ্ধারকারী দলের দলনেতা ও পটুয়াখালী নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রেজওয়ান জানান, গলাচিপার বদনাতলীর কাছে নদীতে দুইজনের মরদেহ ভাসতে দেখা গেছে। বাকি নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, কোস্টগার্ড ও উপজেলা প্রশাসন।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরা জানান, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার বিকেলে বিয়ের অনুষ্ঠান শেষে দশনিমা উপজেলার চর বোরহান থেকে বর রাব্বি হাওলাদার তার আত্মীয়দের সঙ্গে দশমিনায় নিজ বাড়িতে ফিরছিলেন। এরপর রংগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর লঞ্চঘাটের কাছে তেঁতুলিয়া নদীতে ঝড়ের কবলে পড়ে ১৫-১৬ জন যাত্রী নিয়ে তাদের ট্রলারটি ডুবে যায়।

অনেকে জীবিত ফিরে এলেও ওই দিন বরের খালা লিপি বেগমের (৩০) লাশ উদ্ধার করা হয়। বর ও তার মাসহ চারজন নিখোঁজের  পর বর রাব্বি ও তার মা সেলিনা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় জেলেরা নদীতে তাদের মরদেহ ভাসতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে লাশ উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published.

X