সাকিব আইপিএল থেকে সরে দাঁড়ালেন কেন?
আন্তর্জাতিক অঙ্গনে ব্যস্ততা এবং ব্যক্তিগত কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত রোববার কলকাতা নাইট রাইডার্সকে এ কথা জানান সাকিব। আইপিএল থেকে অনুমোদন পাওয়ার পর তার বদলি হিসেবে কাউকে নেওয়ার প্রক্রিয়া শুরু করবে ফ্র্যাঞ্চাইজটি।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের সঙ্গে ব্যস্ততা এবং ‘ব্যক্তিগত’ কারণে আইপিএলে না খেলার সিদ্ধান্তের কথা কে.কে.আর.কে জানিয়েছেন সাকিব। সাকিবের সঙ্গে কেকেআরে আছেন লিটন দাস। আরেক বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস।।
বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব ও সহ-অধিনায়ক লিটন দাস। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র টেস্ট খেলবেন তারা। যা শেষ হবে ৮ এপ্রিল। আয়ারল্যান্ডে ৯, ১২ ও ১৪ মে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশের সাথে । অর্থাৎ ৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত সাকিব-লিটন পাওয়া যাবে।
গত বছরের ২২ ডিসেম্বর, নিলামের আগের দিন, আইপিএল জনসাধারণকে বিদেশী খেলোয়াড়দের প্রাপ্যতা সম্পর্কে জানিয়েছিল। সেই সময় বিসিবি আইপিএলকে সীমিত আকারে খেলোয়াড় নেওয়ার কথা জানায়। আইপিএল এর আগে জানিয়েছিল যে আয়ারল্যান্ড সিরিজের জন্য নির্বাচিত বাংলাদেশি খেলোয়াড়রা 8 এপ্রিল থেকে ১ মে পর্যন্ত পাওয়া যাবে।