গ্রেফতারের পর পুলিশকে মারধর করে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফারাকপুর এলাকায় এক মাদক ব্যবসায়ী পুলিশকে হত্যা করে পালিয়ে যাওয়ার পর পুলিশ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
জানা যায়, তারাগুনিয়া এলাকার মৃত মোশারক হোসেনের ছেলে আজাদ হোসেন ও রাজশাহী জেলার বাঘা উপজেলার মান্নানের ছেলে মনিরুল ইসলামকে এক কেজি গাঁজাসহ আটক করা হয় এবং পুলিশের হাত থেকে মাদক ব্যবসায়ী আজাদ পালিয়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় দৌলতপুর থানার এসআই চিরঞ্জিত মন্ডল মথুরাপুর ইউনিয়নের তারাগুনিয়া ফরাকপুর এলাকায় এক কেজি গাঁজাসহ মাদক বিক্রিকারী আজাদ ও মনিরুলকে আটক করে।
এসআই চিরঞ্জিত মন্ডলের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গাঁজাসহ মনিরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মাদক ব্যবসায়ী আজাদ কি ঘটনাস্থল থেকে কাউকে আটক করেছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আজাদকে গ্রেপ্তার করা যায়নি, সে আমাদের পুলিশ সদস্যদের মেরে ইট ছুড়ে পালিয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মনিরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে এবং আজাদ নামে আরেকজনকে ধরার চেষ্টা চলছে। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে।