ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা, ধর্ষক গ্রেফতার
লক্ষ্মীপুরে মাহিনুর আক্তার পারুল নামে এক তরুণীকে হত্যার ঘটনায় জাহাঙ্গীর ও দেলোয়ার হোসেন নামে দুইজনকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ।
গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন সদর উপজেলার মধ্যচর রমনী মোহন গ্রামের মৃত- আবু তাহের ও জাহাঙ্গীরের ছেলে একই গ্রামের মৃত- মো মজিবুল সরদারের ছেলে।
পুলিশ সুপার জানান, ভিকটিম পারুল স্থানীয় একটি বিআইসি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। কারখানা থেকে আসার পথে কাচারীবাগ এলাকা থেকে পারুলকে সিএনজিতে তুলে নেন চালক দেলোয়ার। এদিকে ভুক্তভোগী মজু চৌধুরীর হাটে গিয়ে পারিবারিক বিষয় নিয়ে কথা বলে। রেস্তোরাঁয় খাওয়া শেষ করে তারা হাঁটতে বের হন। সারাদিন ঘোরাঘুরির পর বিয়ের প্রলোভন দেখিয়ে জাহাঙ্গীরের বাড়িতে যাওয়ার প্রস্তাব দেন দেলোয়ার। একপর্যায়ে মজু চৌধুরী হাটের কোল্ড স্টোরের ভিতর নিয়ে যেতে চাইলে রাজি হয়নি পারুল। পরে তাকে ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করলে পারুলের অসম্মতিতে তা সম্ভব হয়নি। এতে ব্যর্থ হয়ে ভিকটিমকে ওড়না পেঁচিয়ে হত্যা করে দেলোয়ার পালিয়ে যায়। কিন্তু এই হত্যাকাণ্ডের কোনো ক্লু পায়নি পুলিশ। এরপর পুলিশের একাধিক দল তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় জাহাঙ্গীর ও দেলোয়ারকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়। পরে এসপি জানান, দুজনেই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু বকর সিদ্দিক, মঙ্গনেথওয়াই মারমা, সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।