January 19, 2025
মায়ের টাকার লোভে মেয়েকে প্রতিদিন ধর্ষণের শিকার হতে হয়

মায়ের টাকার লোভে মেয়েকে প্রতিদিন ধর্ষণের শিকার হতে হয়

মায়ের টাকার লোভে মেয়েকে প্রতিদিন ধর্ষণের শিকার হতে হয়

মায়ের টাকার লোভে মেয়েকে প্রতিদিন ধর্ষণের শিকার হতে হয়

চট্টগ্রামের সীতাকুণ্ডে মায়ের সহযোগিতায় এক শিশুকন্যা (১০) দুর্বৃত্তরদের দ্বারা বারবার ধর্ষণের শিকার হয়েছে। গত শনিবার গভীর রাতে মেয়েটি ধর্ষণের শিকার হলে স্থানীয় লোকজন ধর্ষক ও মাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ধর্ষণের শিকার মেয়েটির  বোন রোববার বিকেলে সীতাকুণ্ড থানায় মামলা করেন। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হাসনাবাদ এলাকার আমজাদ আলী সেরাং বাড়ির ফাতেমা বেগমের ভাড়া বাসায় অস্থায়ীভাবে বসবাসরত এক নারীর (৫০) সঙ্গে কয়েকদিনের পরিচয় হয়। আগে ইব্রাহিম (৩২)। মহিলাকে খালা বলে ডাকে ইব্রাহিম প্রায়ই তার বাড়িতে রাত কাটাত এবং মাসুদাকে টাকা দিত। ওই নারী যুবকের প্রতি দুর্বল হয়ে পড়ার সুযোগে রাতে তার ১০ বছরের মেয়েকে বারবার ধর্ষণ করে। মেয়েটি প্রচন্ড ব্যথা ও রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়ে এবং তার মাকে ধর্ষণের কথা বললেও মা তাকে চুপ থাকার হুমকি দেয়।

একপর্যায়ে, ব্যথা সহ্য করতে না পেরে, মেয়েটি সম্প্রতি তার বোন (২২) সহ প্রতিবেশীদের জানায় যে তাকে তার নিজের বাড়িতে ইব্রাহিম বারবার ধর্ষণ করেছে এবং তারা ইব্রাহিমকে ধরার জন্য অপেক্ষা করছে। এক পর্যায়ে শনিবার রাতে ইব্রাহিম বাড়িতে এলে প্রতিবেশীরা মেয়েটির মা ও ইব্রাহিমকে আটক করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে যায়। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন ভণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মায়ের সহযোগিতায় তার শিশুকন্যাকে তার নিজ বাড়িতে বদমায়েশ  রবার ধর্ষণ করে। মর্মান্তিক ঘটনার বর্ণনা দিয়েছেন নির্যাতিতা মেয়ে নিজেই। তিনি বলেন, মেয়েটি বারবার তার মাকে ধর্ষণের কথা বললেও সে তাকে কাউকে না বলার জন্য হুমকি দেয়। তাই মেয়েটি অসহায় হয়ে পড়ে। বারবার ধর্ষণের শিকার হয়ে এখন মেয়েটি খুবই অসুস্থ।  তার মা ও ইব্রাহিমকে আসামি করে মামলা হয়েছে।  আমরা তাদের আটক করে রোববার আদালতে পাঠিয়েছি।

Leave a Reply

Your email address will not be published.

X