November 10, 2024
যেসব বিচারক টাকার জন্য বিচার করেন তারা ডাকাতদের চেয়েও খারাপ

যেসব বিচারক টাকার জন্য বিচার করেন তারা ডাকাতদের চেয়েও খারাপ

যেসব বিচারক টাকার জন্য বিচার করেন তারা ডাকাতদের চেয়েও খারাপ

যেসব বিচারক টাকার জন্য বিচার করেন তারা ডাকাতদের চেয়েও খারাপ

টাকার মজায় বিচারপতিরা নুয়ে পড়া,রাজাকারকে সময়ের ব্যবধানে মুক্তিযুদ্ধা বানানো,রণাঙ্গনের মুক্তিযোদ্ধাকে রাজাকার বানানো, আজকের চোর গুন্ডা বদমাশও  ক্ষমতার মসনদে বিনিময়ের  বিনিময়ে  ভাব দেখানো এগুলো এদেশের মানুষের জন্য কোনোই ম্যাটার না

অর্থের বিনিময়ে কোনো বিচারক বিচার করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বুধবার ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচারক ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ হুঁশিয়ারি দেন। প্রধান বিচারপতি বলেন, দুর্নীতি একটি ক্যান্সার। আঙুলে ক্যান্সার হলে তা কেটে ফেলতে হবে। যে বিচারক বিচার বিক্রি করে তাকে ক্যান্সার বলে কেটে ফেলতে দ্বিধা করবে না। তিনি বলেন, আমি মনে করি, ডাকাত ডাকাতি করলে সে থাপ্পড় মেরে কিছু সম্পদ ছিনিয়ে নেয়, কিন্তু যে ব্যক্তি টাকার বিনিময়ে নিজের সম্পদ অন্যকে দেয় সে ডাকাতের চেয়েও নিকৃষ্ট। এর জন্য আমরা লড়াই করিনি।

তিনি বলেন, কোনো বিচারকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লক্ষ্য মানুষ যেন স্বল্পতম সময়ে ন্যায়বিচার পায়। আদালত প্রাঙ্গণে নির্মিত ন্যায়কুঞ্জের উদ্বোধন করেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি আদালত চত্বরে একটি গাছও রোপন করেন।

মতবিনিময়কালে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ নাজিমুদ্দৌলা, জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম, পুলিশ সুপার আশিকুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি রবিউল ইসলাম, পিপি বিকাশ কুমার ঘোষ, ইসমাইল হোসেনসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

X