আলফাডাঙ্গায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি,গ্রেফতার বিএনপি নেতাকর্মীরা
ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতির অভিযোগে তবিবর তালুকদার (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি আলফাডাঙ্গা কামারগ্রাম এলাকার মৃত মাজেদ তালুকদারের ছেলে ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ও বিএনপির সক্রিয় কর্মী। আলফাডাঙ্গা থানার ওসি মোহাম্মদ আবু তাহের নিশ্চিত করেছেন, আসামিকে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় তবিবরের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে গত শনিবার থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন মো. মোনায়েম খান নামে এক আওয়ামী লীগ নেতা। এর আগে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ফেস্টুন অপসারণের প্রতিবাদে গত শুক্রবার আওয়ামী লীগের নেতাকর্মীরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।
মামলার সূত্র জানায়, তবিবরসহ অজ্ঞাত আসামিরা অতর্কিতে বাহিনীতে যোগ দিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রাষ্ট্রবিরোধী শোক মিছিল, মহড়া ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জনমনে ত্রাস সৃষ্টি করে। আলফাডাঙ্গা গোপালপুর ইউনিয়নের আলফাডাঙ্গা-কামারগ্রাম সড়কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ফেস্টুন ফাটিয়েছে অপরাধীরা। ২৫ মার্চ রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মোঃ মোশাররফ হোসেন বলেন, আসামিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ (নং ২০১৯) এর ৪/৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আলফাডাঙ্গা থানার ওসি মোহাম্মদ আবু তাহের বলেন, এ মামলায় তবিবারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আগামী সাত কার্যদিবসের মধ্যে মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে। রবিবার থেকে এই কার্যদিবস গণনা শুরু হবে।
এ ব্যাপারে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর বলেন, জাতির জনক বঙ্গবন্ধু বা প্রধানমন্ত্রীর প্রতিকৃতি অসম্মান বা ধ্বংস রোধে আমরা অত্যন্ত কঠোর। অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দিচ্ছি। মামলা দায়েরের পরপরই এ ঘটনায় জড়িত অন্যদেরও দ্রুত গ্রেফতার করা হবে।