আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (আইসিপিসি) জাতীয় পর্ব অনুষ্ঠিত হলো ১১ মার্চ। এবারের আয়োজক ছিল গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এ বছর প্রাথমিক পর্বে দেশের ১২৮টি বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৬৪৮টি দল অংশ নিয়েছিল। মূল পর্বে ১৭০টি দলের মধ্যে প্রথম হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ডিইউ ক্রোনোস’। বিজয়ী দলের তিনজনই কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী—সাকিব হাসান, ইয়ামিন কায়সার ও ভোলানাথ দাস।
প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে ঢাবির ‘ডিইউ নট রেডি ইয়েট’ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ‘বুয়েট সম্মোহিত’। জাতীয় পর্ব থেকে বাছাই করা দল অংশ নেবে আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতার সবচেয়ে বড় আসরে।
উল্লেখ্য,আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা বা ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (সংক্ষেপে আইসিপিসি) সারা বিশ্বের বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য একটি মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং প্রতিযোগিতা।
আইসিপিসি বা আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি অতিরিক্ত পাঠ্যক্রমিক ও প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং খেলা। আইসিপিসি প্রতিযোগিতা প্রতিভাধর শিক্ষার্থীদের তাদের টিমওয়ার্ক, প্রোগ্রামিং এবং সমস্যা সমাধানের প্রক্রিয়ায় তাদের দক্ষতা প্রদর্শন ও অর্জন করার সুযোগ প্রদান করে।