November 23, 2024
রমজানে ব্যবসায়ীদের ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় ভাসছে কুমিল্লা

রমজানে ব্যবসায়ীদের ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় ভাসছে কুমিল্লা

রমজানে ব্যবসায়ীদের ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় ভাসছে কুমিল্লা

রমজানে ব্যবসায়ীদের ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় ভাসছে কুমিল্লা

কুমিল্লার মুরাদনগরে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বৃহত্তর কোম্পানীগঞ্জ বাজার বনিক সমিতি নিয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। রমজানের পুরো মাসজুড়ে এ বাজারে দিনের বেলায় খাবার হোটেল, রেস্তোরাঁ ও চা দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এ বাজারের বণিক সমিতি।

শনিবার  এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানান বাজার সমিতি কমিটির আহ্বায়ক চন্দন বণিক।

এ বিজ্ঞপ্তিটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে কিছু লোক এমন সিদ্ধান্তের সমালোচনা শুরু করেন । অন্যদিকে এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেছেন কুমিল্লার অধিকাংশ মানুষ।

বাজার কমিটির আহ্বায়ক চন্দন বণিক বলেন, কিছু দিন পর শুরু হবে মুসলিমদের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। এ উপলক্ষ্যে রমজানের পবিত্রতা রক্ষায় আমরা সিদ্ধান্ত নিয়েছি দিনের বেলায় এ বাজারের হোটেল, রেস্টুরেন্ট, চা দোকান বন্ধ রাখার। কোনো দোকানের মালিক এ আদেশ অমান্য করলে বাজার সমিতির  গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

X