রমজানে ব্যবসায়ীদের ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় ভাসছে কুমিল্লা
কুমিল্লার মুরাদনগরে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বৃহত্তর কোম্পানীগঞ্জ বাজার বনিক সমিতি নিয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। রমজানের পুরো মাসজুড়ে এ বাজারে দিনের বেলায় খাবার হোটেল, রেস্তোরাঁ ও চা দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এ বাজারের বণিক সমিতি।
শনিবার এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানান বাজার সমিতি কমিটির আহ্বায়ক চন্দন বণিক।
এ বিজ্ঞপ্তিটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে কিছু লোক এমন সিদ্ধান্তের সমালোচনা শুরু করেন । অন্যদিকে এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেছেন কুমিল্লার অধিকাংশ মানুষ।
বাজার কমিটির আহ্বায়ক চন্দন বণিক বলেন, কিছু দিন পর শুরু হবে মুসলিমদের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। এ উপলক্ষ্যে রমজানের পবিত্রতা রক্ষায় আমরা সিদ্ধান্ত নিয়েছি দিনের বেলায় এ বাজারের হোটেল, রেস্টুরেন্ট, চা দোকান বন্ধ রাখার। কোনো দোকানের মালিক এ আদেশ অমান্য করলে বাজার সমিতির গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।