November 26, 2024
কেন্দ্র থেকে ইভিএম নিয়ে বেরিয়ে যান নৌকার অনুসারীরা

কেন্দ্র থেকে ইভিএম নিয়ে বেরিয়ে যান নৌকার অনুসারীরা

কেন্দ্র থেকে ইভিএম নিয়ে বেরিয়ে যান নৌকার অনুসারীরা

কেন্দ্র থেকে ইভিএম নিয়ে বেরিয়ে যান নৌকার অনুসারীরা

উপনির্বাচনে যুবলীগের কর্মীরা ইভিএম ব্যালট ইউনিটের বাইরে নিয়ে গেছে। গণমাধ্যমকর্মীদের সামনেই এই ঘটনা ঘটেছে:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদের উপ-নির্বাচনে একটি কেন্দ্র থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যালট ইউনিট নিয়ে গেছে এক যুবলীগ কর্মী। তিনি ইউনিটটি নিয়ে যান জ্যেষ্ঠপুরা রমনিমোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ৮৬ নম্বর সড়কের বোট ক্যাম্পে। এমন ঘটনায় হতবাক প্রিসাইডিং অফিসারসহ ভোটগ্রহণ কর্মকর্তারা।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কেন্দ্রের ৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ইউনিট বহনকারী ব্যক্তি নির্মলেন্দু দে। তিনি ইউনিয়ন যুবলীগের নেতা। গলায় ঝুলছে নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম ওরফে রাজা মিয়ার ছবি সম্বলিত ব্যাজ। শার্টের আড়ালে লুকিয়ে তিনি ইউনিট নিয়ে বেরিয়ে যান।

গোপন কক্ষ থেকে ব্যালট ইউনিটের প্যানেল নেওয়ার সময় সহকারী প্রিজাইডিং অফিসার হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। তারা মৃদু প্রতিবাদ করলেও যুবলীগ নেতা তাতে কর্ণপাত করেননি। এরপর সাংবাদিকরা তাকে অনুসরণ করলে তিনি ইউনিট নিয়ে ক্যাম্পে যান। এরপর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রতন চৌধুরী যুবলীগ নেতার কাছ থেকে ইউনিটটি নিজের হেফাজতে নেন। পরে তিনি কেন্দ্রে ইভিএম ব্যালট প্যানেল ফিরিয়ে দেন। নৌকা ছাড়া দুই প্রার্থীর কেন্দ্রে কোনো এজেন্ট ছিল না।

পরে তা প্রিজাইডিং অফিসারকে বুঝিয়ে দেন ভোটগ্রহণ কর্মকর্তারা। এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সজল দাস বলেন, কীভাবে ভোট দিতে হবে তা দেখানোর জন্য এই প্যানেল রাখা হয়েছে। এটি একটি নমুনা প্যানেল।

বাইরে নিয়ে যাওয়ার ছবি দেখানো হলে সজল দাশ বলেন, আমি জানি না সে কীভাবে আউট হলো। বাইরে নিয়ে যাওয়াটা অপরাধ। আমি বিষয়টি খতিয়ে দেখছি।’

পরে সজল দাস ৫ নম্বর কক্ষে গিয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের কাছে কীভাবে প্যানেল বেরিয়ে গেল সে বিষয়ে ক্ষমা চান। এরপর ভোটগ্রহণ কর্মকর্তারা জানান, তাদের একজন জোর করে নিয়ে চলে যান।

কেন্দ্র থেকে বের হওয়ার সময় নির্মলেন্দু দে এবং রতন চৌধুরী স্কুলের প্রধান ফটকে দাঁড়িয়ে ছিলেন। তারা এ বিষয়ে কিছু না লিখতে অনুরোধ করেন। জানতে চাইলে রতন চৌধুরী বলেন, ‘ভোটারদের দেখাতে ভুল করে নিয়ে এসেছেন সুমন। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে তা ফিরিয়ে দিয়েছি।’

নির্মলেন্দু দে বলেন, ‘ভোটারদের দেখানোর জন্য এনেছি। এটা নিয়ে লেখার কি দরকার।’

এর আগে একই কেন্দ্রের চার নম্বর কক্ষে দেখা যায়, আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম ভোটারদের নিয়ে গোপন কক্ষে ঢুকে বোতাম টিপেছেন। ছবি তোলার সাথে সাথে তিনি চলে গেলেন। এরপর তিনি কেন্দ্র ত্যাগ করেন।

জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ব্যালট ইউনিট বাইরে নিয়ে যাওয়ার সুযোগ নেই। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

রেজাউল করিম ছাড়াও আরও দুই স্বতন্ত্র প্রার্থী হলেন শাহজাদা এসএম মিজানুর রহমান ও কাজী আয়েশা ফারজানা। শেষ দুটির প্রতীক যথাক্রমে আনারস এবং প্রার্থনা কলম।

 

Leave a Reply

Your email address will not be published.

X