অনুমোদনহীন সংস্থার মাধ্যমে গৃহকর্মী পাঠানো থেকে সতর্ক করেছে আরব আমিরাত
অননুমোদিত এজেন্সি বা সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনের মাধ্যমে গৃহকর্মী নিয়োগের বিরুদ্ধে সতর্ক বার্তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের হিউম্যান রিসোর্সেস অ্যান্ড এমিরেটাইজেশন মিনিস্ট্রি (এমওএইচআরই)। খবর অ্যারাবিয়ান বিজনেস।
দেশটির বাসিন্দাদের শুধুমাত্র মন্ত্রণালয় অনুমোদিত এজেন্সি থেকে সাহায্যকর্মী নিয়োগের পরামর্শ দেয়া হয়।
গতকাল মঙ্গলবার (১৪ মার্চ) টুইটারে পোস্টে মন্ত্রণালয় থেকে বিষয়টি অবহিত করা হয়।
সেখানে নিয়োগকর্তা, সংযুক্ত আরব আমিরাতের নাগরিক ও বাসিন্দাদের এমওএইচআরই-অনুমোদিত সংস্থা থেকে কর্মীর নিয়োগের আহ্বান জানানো হয়। এ ছাড়া অবৈধভাবে কর্মী নিয়োগ দেয় এমন সোশ্যাল মিডিয়া পেজ এড়িয়ে চলার কথা বলা হয়।
পরিষেবা প্রদানকারীর নির্ভরযোগ্যতা পরীক্ষা করার জন্য নির্দিষ্ট নম্বর দেওয়া হয়। এছাড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অনুমোদিত প্রতিষ্ঠানের তালিকা রয়েছে
মন্ত্রণালয়ের মতে, অনুমোদনহীন নিয়োগের ক্ষেত্রে গৃহকর্মীদের স্বাস্থ্যগত ঝুঁকির কোনো প্রমাণ থাকে না। নিয়োগকর্তা এবং তার পরিবার তখন সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। এছাড়া গৃহকর্মীরাও আইন অমান্যকারী হতে পারেন।
সংযুক্ত আরব আমিরাতের নতুন অভ্যন্তরীণ আইন গত ডিসেম্বরে কার্যকর হয়েছে। শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত সংস্থাগুলিকে গার্হস্থ্য সহায়তা পরিষেবা প্রদানের অনুমতি দেওয়া হয়৷