January 18, 2025
পশ্চিমবঙ্গে তিস্তায় নতুন তিন প্রকল্প, বাংলাদেশে পানি আরো কমার আশঙ্কা

পশ্চিমবঙ্গে তিস্তায় নতুন তিন প্রকল্প, বাংলাদেশে পানি আরো কমার আশঙ্কা

পশ্চিমবঙ্গে, তিস্তায় নতুন তিন প্রকল্প বাংলাদেশে পানি আরো কমার আশঙ্কা

পশ্চিমবঙ্গে তিস্তায় নতুন তিন প্রকল্প, বাংলাদেশে পানি আরো কমার আশঙ্কা

ভারতে, পশ্চিমবঙ্গ সরকার দার্জিলিং এর পাহাড়ে তিনটি জলবিদ্যুৎ প্রকল্প স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। যা বাংলাদেশকে আরও অস্বস্তিতে ফেলেছে। এক দশকেরও বেশি সময় ধরে তিস্তার পানি বণ্টন চুক্তির অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। এই তিনটি প্রকল্পের মধ্যে দুটি (সেচের জন্য) তিস্তার পানির পরিমাণ কমাতে পারে। বিশেষ করে ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত যখন বাংলাদেশে সেচের পানির চাহিদা বেড়ে যায়।

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে আরো বলা হয়, পশ্চিমবঙ্গ সরকার তিস্তা লো ড্যাম প্রজেক্ট (টিএলডিপি) ১ এবং ২ এর উপর একটি বিশদ প্রকল্প প্রতিবেদন (ডিপিআর) তৈরির জন্য নীতিগত অনুমোদন দিয়েছে। সম্মিলিতভাবে যেগুলোর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৭১ মেগাওয়াট হবে। বালাসন এবং রংভাং নদীর উপর বালাসন হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট (৩৮ মেগাওয়াট) এর ডিপিআর’র জন্য অনুরূপ অনুমোদন দেয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যুক্তি, উভয় দেশের সেচের চাহিদা মেটাতে তিস্তায় বিশেষত শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানির অভাব রয়েছে।

মমতা যুক্তি দিয়েছিলেন যে তিস্তায় উভয় দেশের সেচের চাহিদা মেটাতে পর্যাপ্ত জলের অভাব রয়েছে, বিশেষত শুষ্ক মৌসুমে। গত কয়েক বছর ধরে তিস্তা চুক্তি শেষ করতে দেরি হওয়ায় ঢাকা দিল্লির কাছে বারবার বিরক্তি প্রকাশ করেছে। কিন্তু দিল্লি ও কলকাতার সম্পর্কের টানাপোড়েনের কারণে এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।

তিস্তা ব্যারাজ প্রকল্পের আওতায় দুটি খাল নির্মাণের বেঙ্গল সেচ বিভাগের পরিকল্পনা প্রকাশ্যে আসার পর ঢাকার অস্বস্তি বেড়েছে। বাংলাদেশের সূত্র জানায়, চলতি বছরের শেষ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে এলে বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published.

X