November 21, 2024
সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণে নিহত ৬ আহত ৩০: তদন্ত কমিটি গঠন

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণে নিহত ৬ আহত ৩০: তদন্ত কমিটি গঠন

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণে নিহত ৬ আহত ৩০: তদন্ত কমিটি গঠন

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণে নিহত ৬ আহত ৩০: তদন্ত কমিটি গঠন

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়িতে সীমা রি-রোলিং মিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।  এ ঘটনায় ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩০ জন।

শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে।  অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ গণমাধ্যমকে বলেন, সীতাকুণ্ডে বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। আমরা ঝুঁকির মধ্যে কাজ করছি।

স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন বলেন, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। এতে আশপাশের এলাকা কেঁপে উঠেছে। বিস্ফোরণের সময় প্ল্যান্টের ভেতর লোকজন ছিল।

সীতাকুণ্ডের ইউএনও মো. শাহাদাঁত হোসেন বলেন, ১৭ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম আগ্রাবাদ বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া বলেন, বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে। আগুন নিয়ন্ত্রণে আগ্রাবাদ, সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ৯টি ইউনিট কাজ করছে। তবে আগুন কীভাবে লেগেছে, তা এখনো জানা যায়নি।

আহত ও নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এতে আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে।

জেলা প্রশাসক (ডিসি) আবুল বাশার মো. ফখরুজ্জামান বলেন, বিস্ফোরণের কারণ জানতে তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জানাতে বলা হয়েছে।

কমিটিতে সদস্য করা হয়েছে পুলিশ সুপারের প্রতিনিধি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রামের উপ-মহাপরিদর্শক (ডিআইজি), সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (এসিল্যান্ড), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি, বিস্ফোরক পরিদপ্তরের প্রতিনিধিকে।

Leave a Reply

Your email address will not be published.

X