November 21, 2024
চলন্ত ট্রেন থেকে মাথা বের করে প্রাণ গেল সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্রের

চলন্ত ট্রেন থেকে মাথা বের করে প্রাণ গেল সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্রের

চলন্ত ট্রেন থেকে মাথা বের করে প্রাণ গেল সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্রের

চলন্ত ট্রেন থেকে মাথা বের করে প্রাণ গেল সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্রের

দিনাজপুর-পার্বতীপুর রেলরুটের চিরিরবন্দর রেলস্টেশনে চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে বাইরে উঁকি দিতে গিয়ে গতকাল মারুফ হোসেন নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। মারুফ চিরিরবন্দর উপজেলার বড় বাউল গ্রামের আনিছুর রহমানের ছেলে ও দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে মারুফ ও তার বন্ধুরা দিনাজপুরে আসছিলেন। চিরিরবন্দর রেলস্টেশন অতিক্রমের সময় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের গতি কম ছিল। এ সময় দরজায় দাঁড়িয়ে মাথা বের করে উঁকি দিলে সিগন্যাল বারের সঙ্গে ধাক্কা লেগে মারুফ ট্রেন থেকে পড়ে যান।

স্থানীয় লোকজন উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দিনাজপুর জিআরপি থানার উপপরিদর্শক জেসমিন আক্তার জানান, সিগন্যাল বারে মাথায় আঘাত লাগে মারুফের। এতে তিনি ট্রেন থেকে পড়ে যান এবং মৃত্যু ঘটে।

জানা গেছে, তিন দিন আগে মারুফ তার কলেজের বন্ধুদের সঙ্গে একটি সাইক্লিং প্রতিযোগিতায় অংশ নিতে ঢাকায় গিয়েছিলেন। ওই প্রতিযোগিতায় মারুফ দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন।

দিনাজপুর জিআরপি থানার উপপরিদর্শক জেসমিন আক্তার বলেন, দুর্ঘটনার পর নিহত মারুফের বন্ধুদের সঙ্গে কথা হয়েছে। তাঁর বন্ধুরা জানিয়েছেন, ট্রেনের গতি কমে গেলে মারুফ দরজার হাতল ধরে বাইরে উঁকি দিয়েছিলেন। এ সময় সিগন্যাল বারের আঘাত মাথায় লাগলে তিনি ট্রেন থেকে পড়ে যান। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

 

1 Comment

Leave a Reply

Your email address will not be published.

X