January 19, 2025
পবিত্র শবে বরাত আগামী ৭ মার্চ মঙ্গলবার দিবাগত রাত

পবিত্র শবে বরাত আগামী ৭ মার্চ মঙ্গলবার দিবাগত রাত

পবিত্র শবে বরাত আগামী ৭ মার্চ মঙ্গলবার দিবাগত রাত

পবিত্র শবে বরাত আগামী মার্চ মঙ্গলবার দিবাগত রাত

“আরবী শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত অর্থাৎ শাবানের চাঁদ এর ১৫ তারিখে সেই রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ, হাদিস দ্বারা প্রমাণিত একটি এবাদতে মশগুল থাকার রাত্রী । এবং আল্লাহর কাছে আকুতি মিনতি করে চাওয়ার রজনী। পবিত্র শবে বরাত মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। এই রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন মহান আল্লাহ তাআলা।“

বাংলাদেশের আকাশে আজ মঙ্গলবার ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বুধবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। এই পরিপ্রেক্ষিতে আগামী ৭ মার্চ মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

আজ সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় বলে ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে প্রতিমন্ত্রীর পক্ষে ঘোষণাপত্র পাঠ করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মহা. বশিরুল আলম।

মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ পড়েন, কোরআন তিলাওয়াত করেন এবং জিকিরে মগ্ন থাকেন। অতীতের পাপ-অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন মুসলমানরা। শাবান মাস শেষেই মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান।

 

Leave a Reply

Your email address will not be published.

X