মিশিগানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কালি মেখে দেওয়ার প্রতিবাদে সমাবেশ আহবান
মিশিগানের হেমট্রামিক সিটিতে স্থাপিত স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে দুষ্কৃতিকারিদের কর্তৃক কালিমা লেপন করে অবমাননার প্রতিবাদে আজ রবিবার ২/১৯/২৩ ইং সকাল সাড়ে ১১টায় সংশ্লিষ্ট প্রতিকৃতি চত্বরে এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করেছে আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ।
এতে রাজনৈতিক ও কমিউনিটি নেতৃবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশিদের অংশ নেবে বলে আযোজকদের প্রত্যাশা। এদিকে জনকণ্ঠে এই নিউজটি প্রকাশ ও একেএকে নানাভাবে ভাইরাল হওয়ায় এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে জনকণ্ঠের মিশিগান প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরি তুহিনের নিকট অনেকেই টেলিফোনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন,মিশিগানের গভর্নর,হেমট্রামিক সিটির মেয়র আমির বদর গালিব,মিশিগানের পুলিশ প্রধান সহ বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ ,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছেন।
উল্লেখ্য ইতিপূর্বেও বাংলাদেশি টাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি উপরেও এরকম কালি লেপনের দুর্ঘটনা বহুৎ ঘটেছে এবং সরকারকে বাধ্য হয়ে সেটার ব্যবস্থাও নিতে হয়েছিল। এগুলো বড়ই অপমানজনক এবং দুঃখজনকও বটে । এই ব্যাপারে সকলকে সচেতন হওয়ার অনুরোধ জানাচ্ছে মিশিগান অঙ্গরাজ্যের আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।