সাংবাদিক মারধর, র্যাব সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ
লক্ষ্মীপুর জেলার রায়পুরে সংবাদকর্মী মো. মাসুদ হোসেনকে মারধর করার মামলায় হানিফ মিয়া নামে এক র্যাব সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ভিক্টোরিয়া চাকমা তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী আনোয়ার হোসেন ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বাদী মাসুদ দৈনিক জনতার রায়পুর প্রতিনিধি। তিনি জানিয়েছেন, গ্রেফতার হানিফ রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের দক্ষিণ সাগরদি গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। হানিফ র্যাবের এএসআই হিসেবে প্রধান কার্যালয়ে মিডিয়া বিভাগে নিয়োজিত রয়েছেন।
এজাহার সূত্র জানায়, গত বছর ১০ নভেম্বর দক্ষিণ সাগরদি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে বিল্লাল হোসেনদের ওপর হামলা চালায় র্যাব হানিফ মিয়াসহ তার লোকজন। ৯৯৯ এ কল পেয়ে তখন ঘটনাস্থল পৌঁছে তাদের হাত থেকে বিল্লাল ও তার স্বজনদের উদ্ধার করে স্থানীয় পুলিশ।
সংবাদ সংগ্রহ করতে মাসুদও ঘটনাস্থল যায়। এ সময় বিল্লালদের অভিযোগ অনুযায়ী হানিফ মিয়ার কাছে বক্তব্য জানতে চাওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে হানিফসহ অভিযুক্তরা মাসুদের ওপর হামলা করে। এক পর্যায়ে রড দিয়ে পিটিয়ে ও কিল-ঘুষি মেরে তাকে আহত করা হয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার সময় মাসুদের পকেটে থাকা একটি ২০ হাজার টাকা মূল্যের একটি স্মার্ট মোবাইল ফোন ও ৩৫ হাজার ৫০০ টাকা নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।