November 25, 2024
বায়ুদূষণে শীর্ষে অপরিকল্পিত ঢাকাঃ পুরো জানুয়ারি মাসজুড়ে মেলেনি বিশুদ্ধ বাতাস

বায়ুদূষণে শীর্ষে অপরিকল্পিত ঢাকাঃ পুরো জানুয়ারি মাসজুড়ে মেলেনি বিশুদ্ধ বাতাস

বায়ুদূষণে শীর্ষে অপরিকল্পিত ঢাকাঃ পুরো জানুয়ারি মাসজুড়ে মেলেনি বিশুদ্ধ বাতাস

বায়ুদূষণে শীর্ষে অপরিকল্পিত ঢাকাঃ পুরো জানুয়ারি মাসজুড়ে মেলেনি বিশুদ্ধ বাতাস

গত কয়েক দিন ধরেঅব্যাহতভাবে সারা বিশ্বে দূষিত শহরের তালিকায় প্রথম স্থান অর্জনকারী এই মেগাসিটি ঢাকা। বছরের প্রথম মাস জানুয়ারিজুড়ে বিশুদ্ধ বাতাসের দেখা পায়নি এই নগরীর বাসিন্দারা।

বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার( সুইজারল্যান্ড) সোমবার (৩০ জানুয়ারি) দূষিত শহরের যে তালিকা প্রকাশ করেছে, সেখানে প্রথম স্থানে রয়েছে ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৬৩। এর পরের অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ১৯০।তৃতীয় কাজাখস্তানের আস্তানা (১৮৯), চতুর্থ ভিয়েতনামের হ্যানয় (১৮৮), পঞ্চম চীনের উহান (১৮১), ষষ্ঠ ভারতের মুম্বাই (১৭০), সপ্তম নেপালের কাঠমান্ডু (১৬৫) ।

একিউআই সূচক অনুসারে, বায়ুদূষণের মাত্রা ০ থেকে ৫০ পিএম২.৫ হলে সেটি ভালো, ৫১ থেকে ১০০ হলে তা সহনীয়, ১০১ থেকে ১৫০ বিশেষ শ্রেণির জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে তা মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক বলে বিবেচিত হয়।

ঢাকার বাতাসে দূষণে মাত্রা বেড়ে যাওয়ার  কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন

  • দৈনন্দিন বর্জ্যের সরকারি অব্যবস্থাপনা
  • নিয়ন্ত্রণহীন ধুলা
  • যানবাহনের ধোঁয়া ও ফিটনেসবিহীন গাড়ির অবাধ চলাচল
  • মোটরসাইকেলসহ ব্যক্তিগত গাড়ির সংখ্যার মাত্রাতিরিক্ত বৃদ্ধি
  • ইটভাটার ধোঁয়া
  • সড়কের নিয়ন্ত্রণহীন খোঁড়াখুঁড়ি
  • অবকাঠামো ও মেগা প্রজেক্টের নির্মাণযজ্ঞ
  • ঢাকার ভিতরের খাল আর আশেপাশের নদীগুলোর বেহাল অবস্থা
  • শিল্পকারখানার ধোঁয়া ও বর্জ্য পোড়ানো প্রভৃতি

এছাড়া ঢাকা ও এর আশপাশের এলাকার জলাভূমি ভরাট এবং সবুজ এলাকা ও সবুজায়ন কমে যাওয়া, নিয়ন্ত্রণহীন অবকাঠামো ও ভবন নির্মাণ, নগর ও পরিবেশের ভারবহন ক্ষমতার মাত্রাতিরিক্ত জনসংখ্যা, অবকাঠামো ও উন্নয়ন কর্মকাণ্ড, পার্ক-উদ্যান-খেলার মাঠে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে দিয়ে কংক্রিটনির্ভর উন্নয়ন প্রকল্প গ্রহণ, যানবাহনের নিয়ন্ত্রণহীন গতি প্রভৃতি কারণে বায়ু দূষণ নিয়ন্ত্রণহীন মাত্রায় চলে গিয়েছে বলে জানিয়েছেন তারা।

তথ্যানুসারে, ২০২০ সালের নভেম্বরে ঢাকায় দৈনিক বায়ুদূষণের মাত্রা ছিল গড়ে ১৬৩ দশমিক ২২ পিএম২.৫। পরের মাসে তা আরও বেড়ে দাঁড়ায় ২৩১ দশমিক ৬৭। ২০২১ সালের জানুয়ারি মাসে রাজধানীতে বায়ুদূষণের মাত্রা ছিল আগের কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ। ওই মাসে দৈনিক গড় বায়ুদূষণ দাঁড়িয়েছিল ২৬১ দশমিক ৫৪ পিএম২.৫। ওই বছরের ফেব্রুয়ারিতে দূষণের পরিমাণ ছিল ২৩৯ দশমিক ৬৪ এবং মার্চে ২১১ দশমিক ৪১। ২০২২ সালের শেষ থেকে দূষণের মাত্রা অব্যাহতভাবে শুধু বাড়ছেই।

1 Comment

Leave a Reply

Your email address will not be published.

X