November 21, 2024
রেলিংহীন ভবনের ছাদে খেলার সময় পড়ে ভাই-বোন নিহত

রেলিংহীন ভবনের ছাদে খেলার সময় পড়ে ভাই-বোন নিহত

রেলিংহীন ভবনের ছাদে খেলার সময় পড়ে ভাই-বোন নিহত

রেলিংহীন ভবনের ছাদে খেলার সময় পড়ে ভাই-বোন নিহত

“ছাদ যদি রেলিং ছাড়া হয়, তাহলে সে ছাদে কেন উঠবে?  আর সেটার ব্যবস্থা সেভাবে করা হবে না কেন?  না বাড়িওলারা মানুষ, না সরকারি তদারকি বাহিনীগুলো মানুষ।  ঢাকা শহরের বিল্ডিং এর অবস্থা, বিল্ডিংয়ের অবকাঠামো এবং তাদের কাজকর্ম দেখলে মনে হয়; এমন বিল্ডিং এর মালিকরা যেমন অমানুষ তৎ সংশ্লিষ্ট সরকারি তদারকি কর্মকর্তা কর্মচারীরা তাদের চেয়েও বড় ধরনের অমানুষ অমানুষ এবং অমানুষ। তাদের শাস্তি মহান সৃষ্টিকর্তা ছাড়া কেউ দেয়ার আছে কিনা জানিনা।“

রাজধানীর কামরাঙ্গীরচরে ভবন থেকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলো আব্দুর রহিম (৯) ও তার মামাতো বোন লামিয়া (৬)

শুক্রবার সন্ধ্যায় কামরাঙ্গীরচর হাসান বাগ সিলেট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ওই এলাকার একটি পাঁচতলা ভবনে দুই শিশু পরিবারের সঙ্গে থাকত। তারা সন্ধ্যায় ভবনের ছাদে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। ছাদের রেলিং ছিল না। হঠাৎ তারা দুজনেই নিচে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আবদুর রহিমের মামাতো বোন লামিয়া। রহিমের বাবার নাম রোমান মিয়া এবং লামিয়ার বাবার নাম রাশেদ মিয়া।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

X