যুগলকে শ্লীলতাহানি করে স্বর্ণালঙ্কার লুট করে ঢাবি’র ছাত্রলীগ নেতারাঃ গ্রেপ্তার-২
“যুগল নিয়ে সাবধান… মাঠে নেই কাপ্তান।
আর সেটা আরও ভয়ানক, যদি কোনো বিশ্ববিদ্যালয়ের আশে পাশে হয়। “
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুগলকে মারধর, স্বর্ণ লুট ও শ্লীলতাহানির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতার। তানজির আরাফাত তুষার বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
গত ১৫ জানুয়ারি রাতে সোহরাওয়ার্দী উদ্যানে এক নারীকে শ্লীলতাহানি ও মারধর করা হয়। এ সময় তার স্বামীকেও মারধর করা হয় এবং তার থেকে স্বর্ণ ছিনতাই করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫-৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় বুধবার রাতে তানজির আরাফাত তুষারকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে শাহবাগ থানা পুলিশ তাকে আদালতে পাঠায়।
এ মামলার অপর আসামি হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য রাহুল রায়। সে ঢাবির জগন্নাথ হল ও আইন বিভাগের ছাত্র।
মামলার হলফনামায় বলা হয়, বাদী ও তার স্বামী রমনা কালী মন্দির থেকে মোটরসাইকেলে করে পূর্ব পাশে শিখা চিরন্তন গেট দিয়ে বের হওয়ার পথে তাদের থামানো হয়। এ সময় বাদীকে শ্লীলতাহানী করে সংশ্লিষ্ট ছাত্রলীগ। পরবর্তীতে মোটরসাইকেল থেকে বাদীর স্বামীকে নামিয়ে পাশে থাকা চেয়ার দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয় এবং এক লাখ ২০ হাজার টাকা দামের স্বর্ণ হাতিয়ে নেওয়া হয়। বাঁধা দিতে গেলে ওই নারীকেও মারধর করা হয়। পরে ভুক্তভোগী নারী শাহবাগ থানায় অভিযোগ করলে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে বাদীর স্বামীর মোটরসাইকেল উদ্ধার করে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ কালের কণ্ঠকে বলেন, বুধবার রাতে মামলা পেয়ে পুলিশ অভিযুক্ত তুষারকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে হাজির করা হয়। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
1 Comment