January 31, 2025
ঋণ পরিশোধ করতে না পেরে বিষপানে মারা যান ব্যবসায়ী

ঋণ পরিশোধ করতে না পেরে বিষপানে মারা যান ব্যবসায়ী

ঋণ পরিশোধ করতে না পেরে বিষপানে মারা যান ব্যবসায়ী

ঋণ পরিশোধ করতে না পেরে বিষপানে মারা যান ব্যবসায়ী

নেত্রকোনার কলমাকান্দায় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে পাওনাদারদের চাপে বিষপানে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের নাম রমজান আলী (৪৫) । বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রমজান আলী। সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে কলমাকান্দা উপজেলার রংছটি ইউনিয়নের বিশতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রমজান আলী (৪৫) ওই গ্রামের আবুল হোসেন ও আমেনা খাতুনের ছেলে।

নিহতের স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রমজান দীর্ঘদিন ধরে স্থানীয় বাজারে গরুর ব্যবসা করতেন। অল্প পুঁজি নিয়ে ব্যবসা চালাতে গিয়ে তিনি পুঁজির সংকটে পড়েন। ব্যবসা পরিচালনা ও পারিবারিক প্রয়োজনে টিকে থাকতে স্থানীয় কয়েকজন দাদন ব্যবসায়ীদের কাছ থেকে চড়া সুদে ঋণ নেন। ঋণদাতাদের সুদ ও মূল টাকা পরিশোধ করতে না পারায় চাপে পড়েন তিনি। পাওনাদারদের চাপ ও দাম্পত্য সমস্যার কারণে রমজান আলী হতাশ হয়ে পড়েন। গত সোমবার রাতে তার মা আমেনা খাতুন তাকে তার বসতবাড়ির দক্ষিণ পাশে পতিত এলাকায় ঘুরে বেড়াতে দেখেন। তার চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে রমজান আলীকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানেই তার মৃত্যু হয়।

কলমাকান্দা থানার ওসি আবুল কালাম (পিপিএম) তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ময়মনসিংহের কোতয়ালী থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে কলমাকান্দা থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

X