বিয়ে বাড়িতে হিজড়াদের হানা,গ্রেফতার ৪ হিজড়া
রাজধানীর মিরপুরে একটি বিয়ে বাড়িতে তাণ্ডবের অভিযোগে ৪ হিজড়াকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে মিরপুর মডেল থানার ৩ নম্বর সেকশনের ৮ নম্বর রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত হিজড়ারা হলো ; বৃষ্টি আফরিন (২৫), মধু (৩২), ঈশানী (২৫) ও সুমি (২২) ।
মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ওই এলাকায় উর্মিলা নামে এক মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। খবর পেয়ে আজ দুপুরে হিজড়ারা ওই বাড়িতে যায়। সেখানে গিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা সেখানে চিৎকার শুরু করে।পরে ঊর্মিলা ১৫০০ টাকা দেয়।কিন্তু এই টাকা পাওয়ার পর হিজড়ারা আরও চেঁচামেচি ও বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে।
এ সময় ঊর্মিলা ভয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। এতে হিজড়ারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।তারা দরজায় ধাক্কাধাক্কি ও লাথি মারতে থাকে।একপর্যায়ে বাইরে থেকে বন্ধ করে ওই কক্ষে আটকে রাখা হয়।পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে এবং হিজড়াদের আটক করে। এ ঘটনায় হিজড়াদের দেওয়া দেড় হাজার টাকা জব্দ করা হয়েছে।