পাঠ্যসূচিতে ইতিহাস বিকৃতির প্রতিবাদঃ শাহবাগে ‘লাল কার্ড সমাবেশ’পুলিশ-ছাত্রলীগের মিলিত বাধায় পণ্ড
নতুন বছরের মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যসূচিতে ইতিহাস বিকৃতি, সাম্প্রদায়িক উস্কানিমূলক বিষয়বস্তু এবং হিজড়াদের প্রচারের প্রতিবাদে রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাবেশে পুলিশ ও ছাত্রলীগ বাধা দেয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা গণমাধ্যমকর্মীদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় শাহবাগ চত্বরে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের’ ব্যানারে এ সমাবেশ হওয়ার কথা ছিল। সমাবেশের শুরুতে শাহবাগে অবস্থানরত পুলিশ শিক্ষার্থীদের ব্যানার কেড়ে নেয়। অনুষ্ঠানস্থলে শুরু থেকেই ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে মহড়া দেন।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, পুলিশ বলেছে আমরা সমাবেশ করতে পারব না। তারপর ব্যানার কেড়ে নেয়। আমরা তাদের বলি, আমরা সরকারবিরোধী কোনো কর্মসূচি করছি না। এখনও এটা আছে
কথা বলার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েকজন গণমাধ্যমকর্মীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
পুলিশ ও ছাত্রলীগের বাধায় কর্মসূচি পালনকারী শিক্ষার্থীরা শাহবাগ এলাকা ত্যাগ করে।
এ বিষয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক আশরাফুজ্জামান বলেন, পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেয়া হয়নি বা এমন কোনো ঘটনা প্রত্যক্ষ করা হয়নি।
1 Comment