আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ইজতেমার প্রথম পর্ব
শেষ হয়েছে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত । রোববার (১৫ জানুয়ারি) এই দোয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বাংলাদেশসহ সারা বিশ্বে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
বেলা ৯টা ৫৭ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। চলে দীর্ঘ ২৩ মিনিট। আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম ও তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা মুহাম্মদ জুবায়ের আহমেদ।
মোনাজাতের আগে চলে পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ান। এর আগে অনুষ্ঠিত হয় হেদায়তি বয়ান। দেশ-বিদেশের লাখো মুসল্লির উপস্থিতিতে টঙ্গীরের তুরাগ পাড়ের বিশ্ব ইজতেমা ময়দান ইবাদত-বন্দেগি, জিকির, আসকার ও আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিলো।
প্রচণ্ড ঠান্ডা ও ঘন কুয়াশা উপেক্ষা করে গাজীপুর ও রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে লাখো মানুষ দলে দলে ইজতেমা মাঠে এসে শেষ মোনাজাতে অংশ নেন।
উল্লেখ্য, ১৩ জানুয়ারি ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।