টিকটক আসক্তিঃমোবাইল কেড়ে নেওয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা
মা,তার মোবাইল ফোন কেড়ে নেওয়ায়; সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লিজা খাতুন (১৭) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ।
শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার পূর্বদেলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্রী উপজেলার পূর্বদেলুয়া গ্রামের লুৎফর রহমানের মেয়ে এবং উল্লাপাড়ার এইচটি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা জানান, পড়াশুনা ছাড়া সারাক্ষণ মোবাইলে টিক টক ভিডিও দেখতো লিজা। এ কারণে তার মা তাকে প্রায়ই বকাঝকা করতেন। শুক্রবার সকালে তার মা লিসার ফোন কেড়ে নিয়ে তাকে বকাঝকা করে কাজে চলে যায়। পরে বিকেলে তার বাবা বাড়িতে এসে লিজাকে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের অবস্থা নিয়ে প্রতিবেদন দেয়। তবে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
1 Comment