রংপুরে চলন্ত ট্রেনের ছাদে সেলফি তুলতে গিয়ে মৃত্যু হল এক কিশোরের
ট্রেনের ছাদে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের। শুক্রবার সন্ধ্যায় রংপুরের বদরগঞ্জ রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
ট্রেনে কাটা পড়ে নিহত কিশোরের নাম মিজানুর রহমান (১৬) । ওই কিশোরের বাড়ি রংপুর মহানগরীর মাহিগঞ্জ এলাকায়। তার পিতার নাম শাহ আলম।
রেলওয়ে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় দিনাজপুরের পার্বতীপুর থেকে লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেন বদরগঞ্জ রেলস্টেশনের প্লাটফর্মে থামে। এ সময় পাঁচ থেকে সাত কিশোর ট্রেনের ছাদে উঠে। ট্রেনটি যখন প্ল্যাটফর্ম ছেড়ে যায়, তারা তাদের মোবাইল ফোনে সেলফি তুলতে শুরু করে।
একপর্যায়ে রেলস্টেশনের কাছে মোবাইল ফোনে সেলফি তুলতে গিয়ে ছাদ থেকে পড়ে যান মিজানুর রহমান। ট্রেনে তার বাম হাত ও ডান পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তাব্বাসসুম জানান, ট্রেনে কাটা পড়ে ওই কিশোরের বাম হাত ও ডান পা হাঁটুর নিচ থেকে কেটে যায়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রংপুর রেলওয়ে থানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম শুক্রবার রাত সোয়া ১১টায় জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মিজানুরের মরদেহ বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।