মোবাইল ফোনে কথা বলতে বলতে লিফটের গর্তে যুবক
গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় একটি শপিং কমপ্লেক্সের ৪র্থ তলায় হেঁটে হেঁটে মোবাইল ফোনে কথা বলছিল রাকিব হোসেন নামে এক কলেজ ছাত্র (২২) । তিনি অজ্ঞান অবস্থায় একটি অরক্ষিত লিফটের গর্তে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
বুধবার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই কলেজ ছাত্রের মৃত্যু হয়।
যুবকের পরিচয়- ময়মনসিংহের ভালুকা উপজেলার বড়কাশার এলাকার মো. শাহাদাত হোসেনের ছেলে রাকিব হোসেন (২২) । সে শ্রীপুরের একটি কারখানার শ্রমিক হিসেবেও কাজ করত।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই ভবনের ৪র্থ তলায় রাকিব হোসেন মোবাইল ফোনে কথা বলছিলেন এবং শান্তভাবে হাঁটছিল। একপর্যায়ে শপিং কমপ্লেক্সের একটি অরক্ষিত লিফটের গর্তে পড়ে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।