November 10, 2024
বিএনপির ভাইস চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব লাইফসাপোর্টে

বিএনপির ভাইস চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব লাইফসাপোর্টে

বিএনপির ভাইস চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব লাইফসাপোর্টে

বিএনপির ভাইস চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব লাইফসাপোর্টে

(আইন মানেই খন্দকার মাহবুব হোসেন; খন্দকার মাহবুব হোসেন মানেই আইন । একথা বাংলাদেশের সকল মতের, সকল পথের আইন মহলে অনস্বীকার্যভাবে স্বীকৃত। এই শ্রদ্ধাভাজন সৎ আইনজ্ঞের দ্রুত সুস্থতা কামনায় মহান স্রষ্টার নিকট আকুল আবেদন।)

সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ভেন্টিলেটশন সাপোর্টে নেওয়া হয়েছে।

এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, হঠাৎ উনার ফুসফুসে পানি আসায় সোমবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় রাতে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের জন্ম ১৯৩৮ সালের ২০ মার্চ। তার পৈতৃক বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়। তিনি ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আদালতের প্রধান কৌঁসুলি ছিলেন। বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের ফৌজদারি আইন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।

খন্দকার মাহবুব হোসেন ২০০৮ সালে বিএনপিতে যোগ দেন। ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। ২০১৬ সালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান পদ পান।

Leave a Reply

Your email address will not be published.

X