November 10, 2024
মার্কিন রাষ্ট্রদূত ঢাকার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করছেন

মার্কিন রাষ্ট্রদূত ঢাকার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করছেন

মার্কিন রাষ্ট্রদূত ঢাকার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করছেন

মার্কিন রাষ্ট্রদূত ঢাকার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করছেন

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মনে করেন, মার্কিন রাষ্ট্রদূত প্রতিনিয়ত মানবাধিকার রক্ষার কথা বলে বাংলাদেশের মানুষের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করছেন।

রবিবার (২৫ ডিসেম্বর) ঢাকার রুশ দূতাবাস মারিয়া জাখারোভার বিবৃতিটি প্রচার করে। মস্কোর স্থানীয় সময় গত বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

ঘটনার দিন মার্কিন রাষ্ট্রদূতকে ঘিরে ধরার যে চেষ্টা হয়েছিল, তাকে ‘প্রত্যাশিত’ বলে অভিহিত করেছেন মারিয়া জাখারোভা।

এর আগে ১৪ ডিসেম্বর সকালে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস রাজধানীর শাহীনবাগে প্রায় এক দশক ধরে নিখোঁজ বিএনপির নেতা সাজেদুল ইসলামের বাসায় গিয়েছিলেন। সেখান থেকে বেরিয়ে আসার সময় বাসার বাইরে একদল লোক তাঁকে ঘিরে ধরার চেষ্টা করেন। তিনি নিরাপত্তাকর্মীদের সহায়তায় সেখান থেকে বেরিয়ে যান।

উল্লেখ্য,ওইদিন দুপুরে শাহিনবাগের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে জরুরি বৈঠক করেন পিটার হাস। সেখানে তিনি নিজের ব্যক্তিগত তথ্য ফাঁসের কথা উল্লেখ করে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published.

X