January 18, 2025
শ্রেণিকক্ষে শিক্ষককে মারধর, আ.লীগ নেতা শিকল ঘরে

শ্রেণিকক্ষে শিক্ষককে মারধর, আ.লীগ নেতা শিকল ঘরে

শ্রেণিকক্ষে শিক্ষককে মারধর, আ.লীগ নেতা শিকল ঘরে

শ্রেণিকক্ষে শিক্ষককে মারধর, আ.লীগ নেতা শিকল ঘরে

মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী এনামুল হককে শ্রেণিকক্ষে মারধরের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার হোসেন খানকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে মাদারীপুর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে ক্লাস চলাকালে দেলোয়ার খান শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীদের সামনে শিক্ষক এনামুল হককে এলোপাতাড়ি কিল ঘুষি ও চড়-থাপ্পড় মারেন। এরপর এনামুল হককে হুমকি দিয়ে বিদ্যালয় ত্যাগ করেন।

এ ঘটনায় শিক্ষক কাজী এনামুল হক সন্ধ্যায় দেলোয়ার খানের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। রাত ১০টায় তাকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

মামলার এজাহার থেকে জানা যায়, সদর উপজেলার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের সামনে একটি পুরি সিঙ্গারার দোকান চালান দেলোয়ার খানের মামাতো ভাই। বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার কথা চিন্তা করে নিয়মিত বাইরের দোকান থেকে পুরি-সিঙ্গারা খেতে নিষেধ করেন শিক্ষক এনামুল হক। এতেই ক্ষিপ্ত হয়ে উঠেন দেলোয়ার খান।

মঙ্গলবার দুপুরে ক্লাস চলাকালীন দেলোয়ার হঠাৎ শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সামনে শিক্ষক এনামুল হককে এলোপাতাড়ি কিল ঘুষি ও চড়-থাপ্পড় মারেন। এরপর এনামুল হককে নানা হুমকি দিয়ে বিদ্যালয় ত্যাগ করেন। পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষক থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত দেলোয়ার খানকে গ্রেফতার করে।

ভুক্তভোগী শিক্ষক এনামুল হক বলেন, ক্লাসে ঢুকে সব ছাত্রদের সামনে আমাকে মারধর করে। তার চেয়ে মরে যাওয়া ভালো। আমি যদি কিছু ভুল করতাম, তাহলে সে আমাকে ডেকে আনতে পারত। কিন্তু সেটা না করে সে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। তার কঠোর বিচার দাবি করছি।

এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, শিক্ষক লাঞ্ছিত ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে। মঙ্গলবার রাতে আসামিকে গ্রেপ্তার করে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

X