January 19, 2025
ভালো কাজ করলেই হোটেলে মিলছে ফ্রি খাবার

ভালো কাজ করলেই হোটেলে মিলছে ফ্রি খাবার

ভালো কাজ করলেই হোটেলে মিলছে ফ্রি খাবার

ভালো কাজ করলেই হোটেলে মিলছে ফ্রি খাবার

যে হোটেলের খাবার মূল্য একটি ভালো কাজ। নাম তার ভালো কাজের হোটেল। ব্যতিক্রম এ হোটেলে খেতে টাকা লাগে না। একটি ভালো কাজ করলেই মিলছে খাবার। পরোপকারি মানবিক একদল তরুণের ভিন্নধর্মী এ কার্যক্রম সবার নজর কাড়ছে।

রাজধানী ঢাকায় অলিগলিতে গড়ে উঠছে অসংখ্য রেস্তোরাঁ। ক্রেতা ও ভোক্তাদের আকৃষ্ট করতে এসব রেস্তোরাঁয় বিভিন্ন খাবারের আকর্ষণীয় প্যাকেজেরও কোনো কমতি নেই। ফলে, ঢাকার হোটেল কিংবা রেষ্টুরেন্টে খেতে গেলে অনেকেরই পকেট খালি।

তবে, এমন একটি হোটেলের কথা বলছি, যেখানে খেতে কোন টাকা লাগে না। দিনে একটি ভালো কাজ করলেই পেট পুরে খাওয়া যায় ভালো কাজের হোটেল নামের এই হোটেলে। একটি ভালো কাজ করে এসে ফুটপাতে দীর্ঘ সারি। অপেক্ষমাণ লোকজন ক্ষণ গুনতে থাকেন। খাবার দেওয়ার আগে জানতে চাওয়া হচ্ছে ভালো কাজ করছেনতো?

স্বেচ্ছাসেবকরা জানান, মানুষকে ভালো কাজে উৎসাহিত করার লক্ষ্যে ২০১৯ সাল থেকে একদল তরুণ স্বেচ্ছাসেবক ইয়ুথ ফর বাংলাদেশ সংগঠনের নামে এই কার্যক্রম পরিচালনা করে। যারা প্রতিদিন সংগঠনের তহবিলে ১০ টাকা করে চাঁদা দেয়।

রাজধানীর মগবাজার, কারওয়ান বাজার, বনানীর কড়াইল বস্তি, কমলাপুর ও বাসাবোর পাঁচটি হোটেলে দুপুর ১২টা থেকে আড়াইটা এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১১০০ জনকে এই খাবার দেওয়া হয়। শিশু, বৃদ্ধ ও গৃহহীন ছাড়াও প্রধানত নিম্ন আয়ের মানুষ এখানে খেতে আসেন। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার কারণে মাঝেমধ্যে মধ্যবিত্তদের কাউকে কাউকে দেখা যায়।

যারা ক্ষুধার জ্বালায় ফুটপাতে চুরি, ছিনতাই ও মাদকসহ নানা অপকর্মে লিপ্ত হয়েছে, ভালো হোটেলে ফেরার গল্পও আছে। একদল মানবহিতৈষী তরুণদের এই বৈচিত্র্যময় কর্মকাণ্ড সবার দৃষ্টি আকর্ষণ করছে। তবে এ ধরনের উদ্যোগের পরিবর্তে শ্রমিকদের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি দেশের দরিদ্রদের জন্য আরও কর্মসংস্থান সৃষ্টির কথা বলছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published.

X