January 18, 2025
স্কুল থেকে ২ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

স্কুল থেকে ২ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

স্কুল থেকে ২ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

স্কুল থেকে ২ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দিনাজপুরের বিরলের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ঘরের সামনে থেকে বস্তাবন্দি অবস্থায় দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলো- বিরল পৌরসভার শংকরপুর এলাকার শরিফুল ইসলামের দুই ছেলে রিমন ও ইমরান।

বিরল থানার ইন্সপেক্টর (তদন্ত) রাসেল দুই শিশুর লাশ উদ্ধারের সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৯৯৯ থেকে কল পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে প্রাথমিক স্কুলের একটি পরিত্যক্ত ঘরের সামনে বস্তাবন্দি অবস্থায় দুই শিশুর লাশ পাওয়া যায়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাবা শরিফুল ইসলাম তার দুই সন্তানকে কাপড় কিনে দেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। পরে বাড়িতে ফিরে না এলে অনেক খোঁজাখুঁজির পরেও তাদের পাওয়া যায়নি।

শুক্রবার সকালে বাবা নিজেই বাচ্চাদের দাদা রফিকুল ইসলামকে ফোন করে জানান যে ওই স্কুলে বাচ্চা আছে। পরে সেখানে গিয়ে বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে বস্তাবন্দি লাশ দেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে শিশু দুটির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ঘটনাস্থলে বিষের বোতল পাওয়া গেছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দিন সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

পুলিশ জানায়, শিশুটির বাবাকে পাওয়া গেলে আসল রহস্য জানা যাবে। স্থানীয়রা জানান, শিশুটির বাবা-মায়ের মধ্যে পারিবারিক কলহের জেরে প্রায় ৩ মাস আগে বিয়ে ভেঙে যায়। এ ব্যাপারে বিরল থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

X