November 22, 2024
খুব তাড়াতাড়িই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন দেবে সিআইডি

খুব তাড়াতাড়িই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন দেবে সিআইডি

খুব তাড়াতাড়িই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন দেবে সিআইডি

সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির প্রতিবেদন প্রকাশের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ আলী মিয়া বলেন, আমরা মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। রিজার্ভ চুরির ঘটনার সাথে যুক্ত থাকা দেশগুলোকে রিপোর্ট দেওয়ার জন্য আমরা চিঠি দিয়েছি। এখনো তিন-চারটি দেশ চিঠির জবাব দেয়নি। আমরা অপেক্ষা করছি. তাদের চিঠির জবাব পেয়ে প্রতিবেদন দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে তদন্ত প্রতিবেদন দাখিল না করায় মামলার প্রতিবেদন ৬৮ বার বিলম্বিত করে সিআইডি। আগামী ১ জানুয়ারি নতুন তারিখ ধার্য করেছেন আদালত।

Leave a Reply

Your email address will not be published.

X