থুতু ফেলার জেরে এক কিশোরকে কুপিয়ে হত্যার অভিযোগঃ গ্রেফতার ৪
নরসিংদীর মাধবদীতে পায়ে থুতু লাগার কারণে এক কিশোরকে কুপিয়ে হত্যার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় নিহত কিশোরের মা মাধবদী থানায় ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে পুলিশ তাদের থেকে ৪ জনকে গ্রেপ্তার করে।
এর আগে রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়। নিহত কিশোরের নাম মোবারক হোসেন ওরফে শাহ আলম (১৭) । সে নারায়ণগঞ্জের আড়াইহাজার সাতগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। এবার এসএসসি পরীক্ষা দিল মোবারক মাধবদীর এসপি ইনস্টিটিউশন থেকে।
“পুলিশের ভাষ্য মতে, এলাকায় আধিপত্য নিয়ে দুই কিশোর গ্যাঙয়ের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। শনিবার সন্ধ্যা ৭টার দিকে মাধবদীর দক্ষিণ বিরামপুর এলাকার আওয়াল মোল্লার চায়ের দোকানের সামনে নিহত মোবারক হোসেন ক্যারাম খেলছিল। এই সময় সেলিম নামে একজনের পায়ের সামনে থুতু ফেলে মোবারক। এর জেরে সেলিমের লোকজন মোবারককে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। উদ্ধার করে প্রথমে মাধবদী হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর রাতে তার মৃত্যু হয়”। পরে মোবারকের মা বাদী হয়ে মাধবদী থানায় ১১ জনকে আসামি করে মামলা করেন।
এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগটি যাচাই-বাছাই শেষে মামলাও প্রক্রিয়াধীন। এরই মধ্যে পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।