বেলাবতে স্বামীকে গলা কেটে হত্যা করল স্ত্রীঃ নেশা অপমৃত্যুর অন্যতম কারণ
নরসিংদীর বেলাবতে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির একপর্যায়ে স্ত্রী আয়েশা আক্তারের (৩৮) দায়ের কোপে গাঁজাখোর স্বামী অহিদুজ্জামান (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সল্লাবাদ ইউনিয়নের নীলক্ষিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অহিদুজ্জামানের লাশ তার বাড়ির পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ।
অহিদুজ্জামান উপজেলার সল্লাবাদ ইউনিয়নের নীলখিয়া গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে নীলক্ষিয়া গ্রামের বাড়ির পাশে অহিদুজ্জামানের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করে নিহত অহিদুজ্জামানের বাড়ির দরজায় রক্তের দাগ পাওয়া গেছে। এছাড়া আশপাশের আলামত দেখে সন্দেহ হয় পুলিশের। পরে পুলিশের দীর্ঘ জিজ্ঞাসাবাদে নিহতের স্ত্রী আয়েশা আক্তার হত্যার কথা স্বীকার করেন।
জিজ্ঞাসাবাদে সে জানায়, তার স্বামী মাদকসেবী। প্রায়ই গাজা খেয়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। বুধবার রাত ৯টা থেকে আয়েশাকে অহিদুজ্জামান ঝগড়া ও গালিগালাজ করতে থাকেন। পরে রাত সাড়ে ১১টার দিকে অহিদুজ্জামান তার স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করতে যান। দু’জনের মধ্যে মারামারির সময় স্ত্রী আয়েশা স্বামীর হাত থেকে ছুরি কেড়ে নিয়ে গলায় ছুরিকাঘাত করে। এতে অহিদুজ্জামানের গলা কেটে বিছানায় পড়ে মৃত্যু হয়।
তিনি আরও বলেন, পরে আয়েশা তার লাশ কোলে করে ঘরের বাহিরে উঠানে রেখে দেন। বিছানায় থাকা কম্বল ও কাথা টিউবওয়ের বালতিতে ধৌত করেন। হত্যার কাজে ব্যবহৃত দা ধৌত করে মুছে চৌকির নিচে রেখে আবার তিনি বিছানা ঠিক করে শুয়ে পড়েন। কিছুক্ষণ পর ঘর থেকে বের হয়ে চিৎকার করে প্রতিবেশীদের কাছে যায় , আর তার স্বামীকে কে বা কারা হত্যা করেছে বলে হাউ মাউ করতে থাকে।
বেলাব থানার মামলায় আয়েশা আক্তারকে আদালতে পাঠানো হয়েছে।