November 22, 2024
জাতীয় চার নেতা হত্যার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত: সোহেল তাজ

জাতীয় চার নেতা হত্যার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত: সোহেল তাজ

জাতীয় চার নেতা হত্যার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত: সোহেল তাজ

জাতীয় চার নেতা হত্যার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত: সোহেল তাজ

৩রা নভেম্বর ১৯৭৫ সালের মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে চার জাতীয় নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়।  

কারাগারে খুন হওয়া জাতীয় নেতা তাজউদ্দীন আহমদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতার করে তুলে নিয়ে যায়। বঙ্গবন্ধুর নির্দেশিত পথেই জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম সরকার গঠন করেন। তারা বিচক্ষণতা ও দূরদৃষ্টি দিয়ে সরকার পরিচালনা করেছে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাত্র আড়াই মাসের মাথায় জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। অবশ্য এই দুটি হত্যাকাণ্ড একই সূত্রে সম্পর্কিত। এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।

বৃহস্পতিবার সকালে রাজধানীর নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারে জেলহত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, আমাদের উচিত সবকিছু তদন্ত করে বের করা। হত্যাকাণ্ডের নেপথ্যে কারা, কীভাবে এবং কী ঘটেছে। আমি মনে করি সবার জানার অধিকার আছে। পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। কিন্তু সত্য তিক্ত । তবে সব সত্য বের করে আনতে হবে।

Leave a Reply

Your email address will not be published.

X