পল্টনে বিচারপতি মানিকের গাড়িতে হামলা
বুধবার বিকেলে রাজধানীর পল্টন এলাকায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে যাওয়ার পথে হামলার ঘটনা ঘটে। মিছিল থেকে তার গাড়িতে হামলা চালানো হয় বলে জানা গেছে।
জানা গেছে, পল্টন এলাকা দিয়ে যাওয়ার সময় মিছিল থেকে বিচারপতি মানিকের গাড়িতে হামলা হয়। এ সময় দুর্বৃত্তরা গাড়ি ভাঙচুর করে এবং সঙ্গে থাকা সরকারি গানম্যানের ওপর হামলা চালায়।
মতিঝিল জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এনামুল হক মিঠু বলেন, আমরা হামলার খবর পেয়েছি। তাকে (মানিক) আসতে বলা হয়েছে। তিনি এলে ঘটনা শুনে ব্যবস্থা নেওয়া হবে।
মানিকের গানম্যান মো: রফিক বলেন, বিকাল ৪টা থেকে সোয়া ৪টার দিকে পল্টনে স্যারের গাড়িতে হামলা হয়। দুর্বৃত্তরা শুধু গাড়ি নয়, স্যার, তার চালক ও আমার ওপর হামলা চালায়।
কারা হামলা করেছে জানতে চাইলে তিনি বলেন, আজ বিএনপির সমাবেশ ছিল। সমাবেশ থেকে এ হামলা চালানো হয়।
অপরদিকে বুধবার নয়াপল্টনে যুবদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতাকর্মীদের সমাবেশে যোগ দিতে দেখা যায়।